কলকাতা: আগামীকাল 'ক্লিক' (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'অন্য ভ্যালেন্টাইন' (Onyo Valentine)। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শৌর্য ভট্টাচার্য ওরফে জন (John), ঐন্দ্রিলা বসুকে (Oindrila Bose)। 


স্বল্প দৈর্ঘ্যের ছবি 'অন্য ভ্যালেন্টাইন' 


৩২ মিনিটের ছবি 'অন্য ভ্যালেন্টাইন' মুক্তি পেতে চলেছে আগামিকাল ২৩ জুন 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির ঘটনা মূলত 'কমেডি অফ এররস' মেনে হবে। অর্থাৎ এক যুগলকে ঘিরে হাসির পরিস্থিতি তৈরি হবে, তাদের দেখা হওয়া বা প্রেমে পড়া সবেতেই থাকবে মজা। 


ছবির গল্প এক ঝলকে


চৌধুরী পরিবার। হাসিখুশি পরিবার। বেশ কিছুদিন ধরে ইন্দ্র ও রীনা বিবাহিত জীবন কাটাচ্ছে। কিন্তু তাদের পরিবারে একমাত্র প্রধান সমস্যা যে ইন্দ্র খুব ভুলো মনের। ইন্দ্রদের সঙ্গে তার তুতো-ভাই আরিয়ান চৌধুরী থাকতে শুরু করে। সে সেখানে থেকে সরকারি চাকরির পরীক্ষা দেয়। আরিয়ান পড়াশোনায় এমনিতে খুবই ভাল এবং বেশ প্রেমিক-প্রেমিক চরিত্র তার। এবং বৌদি অর্থাৎ রীনার ক্ষেত্রে সে খুবই যত্নশীল। 


তবে এই শান্তিপূর্ণ পরিবারটি শীঘ্রই একটি গোলযোগের মধ্যে প্রবেশ করে যেই মাত্র রিনার ছোট বোন তৃণার আগমন ঘটে। আরিয়ান প্রকাশ্যে দেখায় যে সে তৃণাকে বিশেষ পছন্দ করে না, পাত্তাও দেয় না। কিন্তু আদতে সে মনে মনে এলাকায় বিখ্যাত এই তৃণাকে ভালবাসে। কিন্তু তৃণার মতো মেয়েকে কোনও ছেলে কীভাবে উপেক্ষা করতে পারে সেই ভেবেই তার আগ্রহ জন্মায়। তাদের সম্পর্কে ঝামেলা-সংঘর্ষ লেগেই থাকে। আর এরকমই একদিন হঠাৎ কারেন্ট চলে যায়। তারপর কী হল, তা জানা যাবে ২৩ জুন। 


 



ছবিতে অভিনয় করবেন জন। ছোটপর্দার জনপ্রিয় মুখকে 'বোঝেনা সে বোঝেনা', 'রিমলি', 'মিঠাই' ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া দেবের 'গোলন্দাজ' ছবিতে বিনোদের চরিত্রে দেখা গেছে তাঁকে। অন্যদিকে ঐন্দ্রিলা বসুকে দেখা গেছে জনপ্রিয় ধারাবাহিক 'আলোছায়া'র ছায়া চরিত্রে, 'মন ফাগুন' ধারাবাহিকের প্রিয়ঙ্কা চরিত্রে। ছবিতে এছাড়া রাজ কুমার দত্ত, ময়ূখ চট্টোপাধ্যায়, নীল বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল আইচ, অনন্যা ভাঞ্জা চৌধুরী ও লালটু দাসকে দেখা যাবে। ছবির পরিচালনা করেছেন অনন্যা ভাঞ্জা চৌধুরী স্বয়ং।


আরও পড়ুন: Raksha Bandhan Trailer: চারবোনকে নিয়ে অক্ষয়ের 'রক্ষা বন্ধন', ভাই-বোনের মিষ্টি সম্পর্কের ছবির ট্রেলার প্রকাশ্যে


পরিচালকের কথায়, 'প্রত্যেকের জীবনের মিসিং লিঙ্ক হচ্ছে প্রেম-ভালবাসা। ভ্যালেন্টাইন্স ডে ছাড়াও এমনি দিনে এমনই এক স্বপ্নের ভালবাসার গল্প দেখতে পাবেন এই ছবিতে।' অভিনেত্রীর কথায়, 'অনন্যা দি ভীষণ প্রিয়। খুব ভাল লেগেছে কাজ করেছে। এটা খুব মিষ্টি এবং একটু অন্যরকমের একটি ছবি। আমার খুব কাছের ছবি। চাইব সকলেই দেখুন এই ছবিটা।'