ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  শুরু হয়ে গেল নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের মেট্রো পরিষেবাও। এদিন সকালেই ইতিহাস সৃষ্টি করে যাত্রী নিয়ে হাওড়া থেকে এসপ্ল্যানেড অবধি ছুটেছে মেট্রো। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত আপাতত পরীক্ষামূলকভাবে শুরু হল যাত্রী পরিষেবা।


মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে,  পরে যাত্রী সংখ্যা দেখে মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। এই অংশে প্রত্য়েক দিন সকাল ৯টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে বিকেল ৪টে ৪০ মিনিটে। ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। শনিবার ও রবিবার এই অংশে মেট্রো চলবে না। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর দূরত্ব ৫.৪ কিলোমিটার। এই অংশে মোট ৫টি স্টেশন রয়েছে। নূন্য়তম ভাড়া ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। 


 নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে মোট ৫টি স্টেশন। নূন্য়তম ভাড়া ৫ টাকা। সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে কবি সুকান্ত বা কালিকাপুর পর্যন্ত ভাড়া ১০ টাকা। নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ২০ টাকা।  নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এটি ব্লু লাইন হিসেবে পরিচিত। আর অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় ৩০ কিমি। অরেঞ্জ লাইন চালু হলে কবি সুভাষ বা নিউ গড়িয়া হবে কলকাতা মেট্রোর প্রথম জংশন স্টেশন। দক্ষিণেশ্বর থেকে এক টোকেনে আসা যাবে রুবি মোড় পর্যন্ত।


জোকা-তারাতলা রুটের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো চলবে ২৫ মিনিট অন্তর। জোকা ও মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৮টায়, শেষ মেট্রো দুপুর ৩টে ৩৫ মিনিটে। এই পথেও শনি ও রবিবার মেট্রো চলবে না। 

এদিনই, চালু হয়ে গেল গঙ্গার নীচ দিয়ে ছুটে চলা ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের যাত্রী পরিষেবা। ওই দিন থেকেই যাত্রীরা সফর করতে পারবেন গঙ্গার নীচ দিয়ে। হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। 


আরও পড়ুন :


নন্দীগ্রামে পা-ভাঙা থেকে মাথার গভীর ক্ষত, একের পর এক চোটে জর্জরিত মুখ্যমন্ত্রী