সঞ্চয়ন মিত্র, কলকাতা: বিদেশেও এবার থিম পুজো। বাংলার দুর্গা পুজোর থিম সংস্কৃতি পৌঁছে যাচ্ছে সুদূর মার্কিন মুলুকে। বিশেষ ভাবনায় দুর্গা পুজো আয়োজনে উদ্য়োগী হয়েছে আমেরিকার নিউজার্সির দুর্গা পুজো উদ্যোক্তা উৎসব। শিল্পী ভরতোষ সুতার ফুটিয়ে তুলছেন ভাবনা।  


বিদেশে দুর্গা পুজো মানেই কুমোরটুলির দুর্গা প্রতিমা। কখনো মাটির, কখনো শোলার, এখন আবার ফাইবারের প্রতিমা প্রতি বছর এদেশের পুজোর গন্ধ নিয়ে পাড়ি দিচ্ছে বিদেশে। কলকাতার দু্র্গা পুজো এখন শুধুমাত্র পুজোয় আটকে না থেকে শিল্প সংসকৃতির নতুন দ্বার উনমুক্ত করেছে। থিমের পুজো নামে জনপ্রিয় হয়ে উঠেছে বিষয় ভাবনা কেন্দ্রিক মণ্ডপ সজ্জা। দুর্গা পুজোর বিশ্বায়নে আরও একধাপ এগিয়ে এবার বিশেষ ভাবনা নিয়ে থিমের পুজো করতে উদ্যোগী হয়েছে আমেরিকার নিউজার্সির দুর্গা পুজো উদ্যোক্তা উৎসব।


বিশ্বব্যাপী হানাহানির মাঝে বাংলার শিল্প সংস্কৃতি কৃষ্টি নিয়ে শান্তিরূপে বিরাজমান থাকবেন দেবী দুর্গা। থিমের নাম বসুন্ধরা। কলকাতার দুর্গাপুজো ইতিমধ্যেই ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। এবার বাংলার দুর্গা পুজোর থিম সংস্কৃতি পৌঁছে যাচ্ছে মার্কিন মুলুকে।