কলকাতা: আর জি করের (R G Kar Medical College) অধ্যক্ষ বদলিকাণ্ডে নতুন মোড়। সন্দীপ ঘোষই থাকছেন আর জি করের অধ্যক্ষ । ১ দিনের মধ্যে অধ্যক্ষের বদলির নির্দেশ প্রত্যাহার। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলির নির্দেশ প্রত্যাহার। এর আগে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বদলির নির্দেশ দেয় স্বাস্থ্য ভবন। দায়িত্ব দেওয়া হয়েছিল উলুবেড়িয়া মেডিক্যালের প্রিন্সিপাল সনৎ কুমার ঘোষকে। অধ্যক্ষের ঘর তালা বন্ধ থাকায় ঢুকতে পারেননি সনৎ কুমার ঘোষ। স্বাস্থ্যভবনের দ্বারস্থ হন সনৎ কুমার ঘোষ। শেষমেশ সন্দীপ ঘোষের বদলির নির্দেশ প্রত্যাহার করে নেয় স্বাস্থ্যভবন।
অধ্যক্ষ বদলিকাণ্ডে নতুন মোড়: গতকাল এই নির্দেশিকার পরই বিতর্ক তৈরি হয়েছিল। তাঁর জায়গায় অন্য একজনকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে শুনে তিনি ওই ঘরে তালা ঝুলিয়ে চলে যান। নতুন দায়িত্ব নিতে এসে সনৎ কুমার ঘোষ দেখতে পান আর জি করের প্রিন্সিপালের ঘরে তালা। তিনি দায়িত্বভার হাতে নিতে পারেননি। এরপর সুপারের ঘরে যান তিনি। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে বাড়ি চলে গিয়েছেন সুপার। এরপর তিনি স্বাস্থ্যভবনেও যোগাযোগ করেন। সূত্রের খবর, স্বাস্থ্যভবন থেকে ধীরে চলো নীতি নিতে বলা হয়।
এদিন সকালে আর জি কর হাসপাতালে হাজির সনৎ কুমার ঘোষ। কিন্তু আজ সকালেও বন্ধ ছিল প্রিন্সিপালের ঘর। এরপর সার্জারি বিভাগে গিয়ে নথি পরীক্ষা করেন। এরপর স্বাস্থ্যভবনে গিয়ে জানতে পারেন অজ্ঞাত কারণে আর জি করের অধ্যক্ষ বদলির সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে। অর্থাৎ সন্দীপ ঘোষকেই আর জি করের অধ্যক্ষ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে স্বাস্থ্যভবন। সনৎ কুমার ঘোষ জানান, তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে উলুবেড়িয়া মেডিক্যালের দায়িত্ব নিতে। উলুবেড়িয়া মেডিক্যালের প্রিন্সিপালই থাকবেন সনৎ কুমার ঘোষ। বদলির নির্দেশ প্রত্যাহার করে স্বাস্থ্যভবন জানিয়েছে সন্দীপ ঘোষই থাকছেন আর জি করের অধ্যক্ষ।
আরও পড়ুন: Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?