News Live : চোরাপথে ভারতে, ধূপগুড়িতে এনুমারেশন ফর্ম নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক বাংলাদেশি !

News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস

Advertisement

ABP Ananda Last Updated: 03 Dec 2025 12:19 AM

প্রেক্ষাপট

কলকাতা: আজকের মধ্যেই সব ফর্ম আপলোড করতে হবে। নির্দেশ কমিশনের। কাল থেকে কোনও ব্যাকলগ নয়। বর্ধিত এক সপ্তাহে খতিয়ে দেখতে হবে আপলোড করা ফর্মের তথ্য। শূন্য থেকে ২০ জন মৃত।...More

Primary TET: প্রাথমিকের ৩২ হাজার চাকরির ভবিষ্য়ৎ কী?

 প্রাথমিকের ৩২ হাজার চাকরির ভবিষ্য়ৎ কী? বুধবারই তা পরিষ্কার হয়ে যাবে। বুধবার দুপুরে এই মামলার রায় ঘোষণা করবে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চ। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.