News Live : চোরাপথে ভারতে, ধূপগুড়িতে এনুমারেশন ফর্ম নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক বাংলাদেশি !
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: আজকের মধ্যেই সব ফর্ম আপলোড করতে হবে। নির্দেশ কমিশনের। কাল থেকে কোনও ব্যাকলগ নয়। বর্ধিত এক সপ্তাহে খতিয়ে দেখতে হবে আপলোড করা ফর্মের তথ্য। শূন্য থেকে ২০ জন মৃত। এমন বুথের তথ্য আবার খতিয়ে দেখার নির্দেশ। ২০০২ সালে নাম নেই, বর্তমানে বয়স ৪৫-এর বেশি হলে ফের চেক করতে হবে। BLO-দের নির্দেশিকা কমিশনের।সংঘাতের মধ্যেই আজ সুপ্রিম কোর্টে SIR শুনানি। প্রশ্নে SSC-র নতুন পরীক্ষা বিধি। একাদশ দ্বাদশে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া নিয়েও প্রশ্ন। আজ ফের হাইকোর্টে শুনানি। নজরে ২৬, আজ নবান্নে মুখ্যমন্ত্রীকে কাজের রিপোর্ট কার্ড পেশ করবে সব দফতর।
Primary TET: প্রাথমিকের ৩২ হাজার চাকরির ভবিষ্য়ৎ কী?
প্রাথমিকের ৩২ হাজার চাকরির ভবিষ্য়ৎ কী? বুধবারই তা পরিষ্কার হয়ে যাবে। বুধবার দুপুরে এই মামলার রায় ঘোষণা করবে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চ।
WB News: স্বরূপনগর সীমান্তে চাঞ্চল্যকর দাবি এক অনুপ্রবেশকারীর !
সাদা কাগজে সই করে দিতেই তৈরি হয়ে যায় আধার কার্ড। ছিল মেয়ের জন্মের নথি, ছেলের মাদ্রাসায় পড়ার প্রমাণপত্র। স্বরূপনগর সীমান্তে এবিপি আনন্দর ক্যামেরার সামনে চাঞ্চল্যকর দাবি করলেন এক অনুপ্রবেশকারী। তাঁর আরও দাবি, বাংলাদেশে ফেরার আগে, ভারতে বানানো সব নথি জমা দিতে হয়েছে স্থানীয় পঞ্চায়েত অফিসে। যদিও এমন ঘটনা জানা নেই বলে দাবি করেছেন, জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা গায়েন।























