কলকাতা: ফের শহরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটল। মৃত্যু হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রের। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরোতেই বেপরোয়া গাড়ির ধাক্কা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ছাত্রকে ধাক্কা মেরে পালাল বেপরোয়া গাড়ি। ঘাতক গাড়ির খোঁজে টেকনোসিটি থানার পুলিশ (Technocity Police Station)। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজে পুলিশ। অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।
গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা: বর্ষবরণের রাত থেকে বর্ষশুরু, কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। ১৭ ঘণ্টার মধ্যে একের পর এক দুর্ঘটনার সাক্ষী থাকল মহানগর। নিউ টাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার। বছরের শুরুতে যখন হই হুল্লোড়ে ব্যস্ত তিলোত্তমা। সেই সময় খালি হয়ে গেল আরও এক মায়ের কোল। প্রতিবাদে উত্তাল নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয় লাগোয়া এলাকা।
ঘাতক গাড়ির খোঁজে পুলিশ: মৃত পড়ুয়া সাকির আহমেদ, মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ছাত্র। পুলিশ জানতে পেরেছে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এদিন বাড়ি যাচ্ছিলেন। তখনই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। রক্তাক্ত অবস্থায় সার্ভিস রোডে ছিটকে পড়েন ওই ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের সহপাঠীরা। টেকনোসিটি থানা সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ।
এদিকে, বর্ষবরণের রাতে সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির। পাঁজরে গুরুতর আঘাত লেগেছে তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তীর। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন বেপরোয়া গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশ কর্মী। গাড়িচালক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। অভিযুক্ত চালকের খোঁজ শুরু হয়েছে।
আরও পড়ুন: Job Seekers Agitation: আন্দোলনে অনড়, নতুন বছরের প্রথম দিন পথেই চাকরিপ্রার্থীরা