আবির দত্ত, মুর্শিদাবাদ: খুনেরই (murder) ছক ছিল তৃণমূল (TMC) বিধায়ক (MLA) জাকির হোসেনকে (Zakir Hossein), নিমতিতা বিস্ফোরণে (Nimtita blast) তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট (Supplementary Chargesheet) এনআইএ-র (NIA)। তাতে মূল অভিযুক্ত হিসেবে ইশা খানের নাম রয়েছে। চার্জশিটে দাবি, ধৃত আরও ২জনকে আইইডি দিয়েছিল ইশা খানই। ২০২১-র ২৫ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণ হয়। তাতে গুরুতর আহত হন জাকির হোসেন।


কী রয়েছে এই চার্জশিটে?
মার্চে ঘটনার তদন্তভার নেয় এনআইএ। ইতিমধ্যে ২৫ জনের বয়ান নেওয়া হয়েছে যা মূল অভিযুক্ত ইশা খানের বিরুদ্ধে গিয়েছে বলে জানা যাচ্ছে। নিমতিতা বিস্ফোরণের ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল তাকে। এদিন যে ২৫ পাতার চার্জশিট দেওয়া হয়েছে, তাতে ভবিষ্যতেও তদন্ত চালিয়ে যাওয়ার আর্জি পেশ করেছেন এনআইএ-র আধিকারিকরা।  


কী ঘটেছিল?
একুশের বিধানসভা ভোটের মুখে তখন তপ্ত বঙ্গ রাজনীতি। এরই মাঝে ফেব্রুয়ারি ২৫ তারিখ, কলকাতা আসার পথ ধরেছিলেন জাকির হোসেন। নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে দিয়ে হেঁটে আসছিলেন তিনি। হঠাৎ আলোর ঝলকানি। তারপর সব অন্ধকার। একেবারে মন্ত্রীর সামনে এসে পড়ে বোমা! গুরুতর জখম জাকিরকে নিয়ে আসা হয় কলকাতায়। ওই বিস্ফোরণে জখম হন জাকির হোসেনের সঙ্গী-সহ অনেকে। এর কদিন পরেই, মার্চে বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার নেয় এনআইএ। ঘটনার তদন্তে নেমেই অবশ্য ১জনকে গ্রেফতার করেছিল সিআইডি। ৩২৬, ১২০বি ও ৩৬০ ধারায় মামলাও রুজু করা হয়। এছাড়াও বিস্ফোরণ আইনে মামলা রুজু করা হয়। তবে প্রাথমিক ভাবে এনআইএ আধিকারিকরা এর পিছনে জঙ্গি নাশকতার ছক রয়েছে বলে মনে করেননি। সূত্রের খবর, প্রথম যাঁকে গ্রেফতার করা হয়েছিল তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি ও বৈদ্যুতিন সরঞ্জাম মেলে। তল্লাশি চলেছিল আরও কয়েকটি বাড়িতে। ওই ঘটনায় চলতি বছরেই গ্রেফতার করা হয় ইশা খানকে। বিস্ফোরক সরবরাহ করার অভিযোগে নিমতিতার বাসিন্দা ইশা খান ওরফে ইশা শেখকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাঁকেই মূল অভিযুক্ত করা হল তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে। প্রসঙ্গত, স্টেশনে বিস্ফোরণের পর চলতি বছরের জানুয়ারিতে কনভয় দুর্ঘটনার কবলেও পড়েছিলেন জাকির হোসেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে প্রাক্তন মন্ত্রীর কনভয়ে মিনিডোরের ধাক্কা লাগে সেই বার। মিনিডোরের ধাক্কায় আহত জন ৩ পুলিশকর্মী। কীভাবে কনভয়ে ঢুকল অন্য গাড়ি? তদন্ত শুরু করে পুলিশ। 


আরও পড়ুন:'বাংলার বেকার যুবক-যুবতীদের বলব, পিসি-ভাইপোর নামে পোস্টার পাঠান', হুঙ্কার শুভেন্দুর