রাইপুর (বাঁকুড়া): 'দক্ষিণ কলকাতায় কয়েক জন নেতা রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ, লালমাটি, বালুমাটিকে শাসন করবে! আপনারা মানবেন মুন্ডারা? মানবেন কুর্মিরা?', রাইপুরের সভায় প্রশ্ন ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। জঙ্গলমহলের মানুষ রাজ্যের বাকি অংশের মানুষের মতোই নিপীড়িত, মনে করেন তিনি। একই সঙ্গে শাসকদলকে তাঁর তীক্ষ্ণ আক্রমণ, 'শোষণ করে, মা-বোনেদের ৫০০ টাকা ছুড়ে দিয়ে, আমাদের জনজাতি মূলবাসীদের সামান্য চাল ছুড়ে দিয়ে আজ দক্ষিণ কলকাতার কয়েক জন মানুষ  রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ, লালমাটি, বালুমাটিকে শাসন করবে? '


কী আহ্বান?
তৃণমূলকে হঠাতে গেলে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, আহ্বান শুভেন্দুর। বললেন, 'জঙ্গলমহলে ঢোকার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। ২০১০ সালের জুলাই মাসে উনি আমার দিকে তাকিয়ে বলছেন, লালগড়ে একটা সভা করতে চাই, শুভেন্দু পারবি করতে?' বিরোধী দলনেতার দাবি, তিনি সেই সভা করে দেখিয়েছিলেন। এর পরেই বলেন, 'মাহাতো, টুডু, সরেন, হাঁসদা হলেই মাওবাদী, এর বিরুদ্ধে লড়াই করেছিলাম। শুভেন্দুর দাবি, জঙ্গলমহলের মানুষদের নিয়ে সেই লড়াইয়ের সুফলই মমতা বন্দ্যোপাধ্য়ায় ২০১১ সালে পেয়েছিলেন। প্রায় একই সঙ্গে কটাক্ষ। 'তখন কয়লা-ভাইপো, গরুচোর ভাইপো, তোলবাজ ভাইপো পশ্চিমবঙ্গে ছিলেন না। তিনি দিল্লিতে ছিলেন, নিরাপদ আশ্রয়ে।' নাম না করে সবশেষে তৃণমূলনেত্রীর উদ্দেশে শুভেন্দুর হুঙ্কার, ২০২১ সালে যেমন হারিয়েছিলেন, তেমনই ডাবল-ইঞ্জিন সরকার আনার শপথ নিচ্ছেন। পাঞ্চলাইন, 'তিনটি বিধানসভার মানুষ আজ এসেছেন। এই তো সবে ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়।'  


দুর্নীতি প্রসঙ্গে...
এদিন দুর্নীতি প্রসঙ্গেও তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা। তৃণমূল সরকারকে বিরুদ্ধে বলতে গিয়ে মৃত্য়ুঞ্জয় মুর্মুর কথা তোলেন। বলেন, 'জব কার্ডের সুপারভাইজার ছিলেন, তাই না? কত বড় বাড়ি করেছ এখন? কুর্মিদের তো কোনও উন্নয়ন হয়নি। উন্নয়ন মৃৃত্যুঞ্জয় মুর্মুর হয়েছে, জ্যোৎস্না মান্ডির হয়েছে।' নাম না করে তালড্যাংরার বিধায়ককেও কটাক্ষ করেন তিনি। বিরোধী দলনেতার দাবি, হাতেগোনা কয়েকজন বাদে জঙ্গলমহলের মানুষ বঞ্চিত। তাঁর কথায়, 'তাই গ্রামের মানুষকে এবার অধিকার বুঝে নিতে হবে।'একের পর এক কেলেঙ্কারি নিয়েও এদিন ফের সুর চড়াতে শোনা গিয়েছে শুভেন্দুকে। বলেন, 'দক্ষিণ কলকাতার ফ্ল্যাটবাড়িতে থাকা গোটাকয়েক নেতা আসানসোলের কয়লা, পুরুলিয়ার কয়লা, গঙ্গাজলঘাটি-বড়জোড়ার কয়লা চুরি করে। আমাদের বালি চুরি করে। পাথর চুরি করে। বাংলাদেশে গরু পাচার করে। টাকা লুঠবে? আমাদের রাষ্ট্রপতির চোখের অপারেশন হয় সেনা হাসপাতালে আর পিসির ভাইপো, তিনি যান আমেরিকার সবচেয়ে বড় নামী হাসপাতালে।' নাম না করলেও বিরোধী দলনেতার আক্রমণের নিশানায় কে, সেটা মোটামুটি দিনের আলোর মতো স্পষ্ট বুঝতে পেরেছেন অনেকে।


আরও পড়ুন:'বাংলার বেকার যুবক-যুবতীদের বলব, পিসি-ভাইপোর নামে পোস্টার পাঠান', হুঙ্কার শুভেন্দুর