বাবুঘাট: লাগামছাড়া কোভিড সংক্রমণে (Covid Positive) বিধি মানতে (Covid Restrictions) কড়া নির্দেশই সার। গঙ্গাসাগর (Gangasagar) উপলক্ষে বাবুঘাটে (Babughat) উপচে পড়া ভিড়। এখান থেকেই ছাড়ছে সাগরমুখী বাস। তবে চেষ্টা জারি রয়েছে প্রশাসনের। টিকিট কাউন্টারে ডাবল ডোজ ভ্যাকসিনের (Vaccination Cirtificate) সার্টিফিকেট দেখালে তবেই মিলছে বাসের টিকিট। মাস্ক পরা বাধ্যতামূলক। কাউকে বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, বাবুঘাটে করোনা পরীক্ষা করা হচ্ছে পুণ্যার্থীদের।
বাংলায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কোভিড আবহে হাইকোর্টের অনুমতিতে গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়ও বাড়ছে। কাকদ্বীপের লট এইট থেকে শুরু হয়েছে কচুবেড়িয়াগামী ভেসেল পরিষেবা। পরিস্থিতি পরিদর্শনে মেলায় উপস্থিত মন্ত্রী শশী পাঁজা। আজ সন্ধেয় গঙ্গারতির আয়োজন করা হয়েছে।
কাল রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। করোনা আবহে এবারও ই-স্নানে জোর দেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় তত্পর প্রশাসন। নজরদারি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, চলছে মাইকে প্রচার। কপিল মুনির আশ্রম, মেলা চত্বর মাঝেমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে। লকগেট তৈরি করে মন্দির চত্বরে প্রতিবারে ৫০ জন করে ঢুকতে দেওয়া হচ্ছে। তবে মন্দিরের ভিতরে সাধু-সন্ন্যাসীদের অনেকের মুখেই নেই মাস্ক।
গঙ্গাসাগর মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্ট নিযুক্ত কমিটি। মেলা পরিদর্শন করে রাজ্য সরকারকে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট দল কমিটি, খবর সূত্রের। রিপোর্ট পাওয়ার পরেই শুরু প্রশাসনিক তত্পরতা। হাইকোর্টের রায় মেনে মেলা চালু রাখার উপায় নিয়ে গতকাল রাত থেকেই শুরু হয়েছে দফায় দফায় প্রশাসনিক বৈঠক, খবর সূত্রের।