কোটওয়াড় ( উত্তরাখণ্ড) : দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। কার্যত সবক্ষেত্রেই থাবা বসিয়েছে সংক্রমণ। ভোটে ডিউটিতে এসে এবার বিএসএফের ৩০ জন জওয়ান করোনায় আক্রান্ত হলেন বলে জানা গেছে। উত্তরাখণ্ডের কোটওয়াড় বিধানসভা নির্বাচনে তাঁরা ডিউটি করছিলেন।


কোটওয়াড় সার্কেল অফিসার জিএল কোহলি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, বিএসএফের ৫০ নম্বর ব্যাটেলিয়নের ই কোম্পানির ৮২ জন জওয়ানের মধ্যে ৩০ জন কোটওয়াড়ি বিধানসভা নির্বাচনে ডিউটিতে এসেছিলেন। তাঁরা করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর তাঁদের কোয়ারেন্টিনে রেখেছে।


তাঁর সংযোজন, কোটওয়াড়ে ভোটের নিরাপত্তার জন্য বিএসএফ ভুজ বর্ডারে ছিল। মঙ্গলবার জওয়ানরা কোটওয়াড়ে পৌঁছন। তাঁদের করোনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে এই জওয়ানরা সংক্রমিত হয়েছেন। 


আরও পড়ুন ; বিশাল লাফ, উদ্বেগ বাড়িয়ে দেশে দৈনিক সংক্রমণ আড়াই লাখের দোরগোড়ায় !


এদিকে দেশে দৈনিক সংক্রমণের (India Corona Virus Cases Update) গ্রাফ রোজ হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশাল লাফ। একদিনে সংক্রমিতের সংখ্য়া প্রায় আড়াই লাখের কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। যা গতকালের তুলনায় ২৭ শতাংশ বেশি। গতকাল সংক্রমিতের সংখ্যা ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০।


স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার ৮২৫ জন। গতকাল সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৬০ হাজার ৪০৫। অর্থাৎ গত একদিনে বেড়েছে সুস্থতার হার। এই সময়পর্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৮০ জনের। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪, ৮৫, ০৩৫।


স্বাস্থ্য মন্ত্রকে পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১, ১৭, ৫৩১। গতকাল এই সংখ্যাটা ছিল ৯ লক্ষ ৫৫ হাজার ৩১৯। দৈনিক পজিটিভিটির হার ১৩.১১ শতাংশ। এদিকে এই মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫,৪৮৮।