কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও দীপক ঘোষ, উত্তর ২৪ পরগনা: বিজেপি (BJP) ছেড়ে আসাদের টিকিট দেওয়া হবে না বলে দিন কয়েক আগেই মন্তব্য করেছিলেন। এ বার বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) ফিরতে আগ্রহীদের জন্য দরজা বন্ধ করার জল্পনা উস্কে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যা (Abhishek Banerjee)। সোমবার শ্যামনগরের সভায় উপস্থিত জনতার উদ্দেশে অভিষেক জানতে চান, "দলের দরজা কি খোলা রাখবেন, নাকি বন্ধ রাখবেন"? উত্তর না মেলায় বিজেপি-কে নিশানা করে অভিষেক নিজেই বলেন, "তাহলে দরজা বন্ধ রাখলাম।"


অভিষেকের মন্তব্যে জল্পনা


অর্জুন সিংহ (Arjun Singh) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অভিষেক। সেই মঞ্চে উপস্থিত ছিলেন অর্জুনও। সেখানেই এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক। বলেন, "৩০ মে ২০১৯, তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরছাড়া করেছেন। আর আজকে বিজেপি ছেড়ে একে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকাতলে তৃণমূল কংগ্রেসে আসছে।"


তবে সেখানেই থামেননি অভিষেক। তিনি আরও বলেন, "অনেক গদ্দার, মীরজাফর আর দু’নম্বরিরা এখনও লাইনে আছে। আমি আপনাদের বলছি, দরজা বন্ধ করে রেখেছি। আমার কথা বোঝেন তো, আমি আছি বলে একটু চাপে আছে, দরজা বন্ধ। আপনারা চান দরজা খুলব না দরজা বন্ধ?" এর পর দর্শকের উদ্দেশে অভিষেক বলেন, "খুলব? খুলব না? বন্ধ করে রাখব? আপনারা চান দরজা বন্ধ করে রাখব? " কোনও জবাব না পেয়ে নিজেই বলেন, "তাই হল, দরজা বন্ধ। দরজা বন্ধ।" বিজেপি-কে কটাক্ষ করে বলেন, "দরজা খুলে দিলে দলটা উঠে যাবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না।"


আরও পড়ুন: Birbhum News: 'অঞ্চল কোর কমিটি টাকা ভাগের জন্য় নয়', চন্দ্রনাথের মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল


বিধানসভা নির্বাচনের পর থেকে মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ. একাধিক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। সেই তালিকায় সদ্য সংযোজন অর্জুন। তাঁকে ফেরানো নিযে দলের অন্দরে অসন্তোষও ধরা পড়ে। 


তৃণমূলকে কটাক্ষ বিজেপি-র


তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০১৯-এর লোকসভা ভোটে ব্যারাকপুরে তৃণমূলের পরাজয়ের পর, ৩ বছর আগে ঠিক ওই দিনই এই উত্তর ২৪ পরগনায় দাঁড়িয়ে ঘরছাড়াদের ফিরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুনরুদ্ধার করেছিলেন দখল হওয়া পার্টি অফিস। তবে একের পর এক যোগদানের পর এখন দরজা বন্ধ করা মন্তব্য নিয়ে কটাক্ষর সুর বিরোধীদের গলায়।