আবীর ইসলাম ও প্রদ্যোৎ সরকার,  বীরভূম:  "অঞ্চল কোর কমিটি শুধু গল্প করার জন্য আর টাকা ভাগের জন্য নয়", দলের নেতাদের একাংশের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। পাল্টা তাঁকে নিশানা করেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "গরিবের টাকা লুঠ করেই চলছে তৃণমূল। এতদিনে ঘুম ভাঙল?" যদিও বিতর্ক শুরু হতেই তৃণমূল (TMC) বিধায়কের সাফাই, দলীয় কর্মীদের চাঙ্গা করতেই এই মন্তব্য করেছেন।


চন্দ্রনাথের মন্তব্যে অস্বস্তি বাড়ল তৃণমূলের


সোমবারই পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে যেদিন প্রশাসনিক অফিসারদের কড়া বার্তা দিতে, নিজের দলের প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম। তাদের আমি সব সময় শাসন করি।"


কিন্তু মমতার এমন মন্তব্য় করলেও, তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথকে কার্যত উল্টো অবস্থান নিতে দেখা গেল। তিনি বলেন, "যাঁরা এসে বাতিকার অফিসে এসে বসে গুলতানি মেরে বাড়ি চলে যায়। তাই বলব, প্রতি অঞ্চল কোর কমিটি শুধু গল্প করার জন্য আর টাকা ভাগের জন্য নয়। অঞ্চল কোর কমিটিকে প্রতি মাসে ২ বার করে প্রতিটি বুথে গিয়ে মিটিং করতে হবে।"


আরও পড়ুন: North 24 Paraganas: হয় গ্রেফতারি নয় সিবিআই তদন্তের দাবি জানিয়ে দুর্নীতির অভিযোগে পোস্টার উত্তর ২৪ পরগনায়


কাটমানি-বিতর্ক, নিয়োগ দুর্নীতি-সহ একাধিক অভিযোগে তৃণমূলকে প্রতিদিন বিদ্ধ করে চলেছেন বিরোধীরা। সেই আবহেই খোদ তৃণমূলের মন্ত্রীর ‘ভাগের টাকা’ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিরোধীদের হাতে কার্যত নতুন অস্ত্র তুলে দিয়েছে। দিলীপের কথায়, "ওরাই ঠিক করুক কার মাজায় জং ধরেছে। গরিব মানুষের টাকা লুঠ করে যাঁরা পার্টি চালাচ্ছেন, তাঁরা বুঝতে পারছেন মানুষ খেপে যাচ্ছেন। তাই খন তাঁরা স্বীকার করছেন।"


বিতর্কের মুখে পড়ে সাফাই মন্ত্রীর


বিতর্ক শুরু হতেই যদি চন্দ্রনাথ জানান, দলীয় কর্মীদের চাঙ্গা করতেই এই মন্তব্য করেছেন। তিনি বলেন, "বলার উদ্দেশ্য একটাই বুথের কর্মীরা যাতে চাঙ্গা হয়। এদের একটু নড়াচড়া করে দিলাম একটু। বিজেপির কাজ নেই। টাকা নিয়ে ব্যবসা করছে। তোলার ভাগ নিয়ে কথা হয়নি।" তবে মন্ত্রীর গলায় সাফাইয়ের সুর শোনা গেলেও, তাঁর মন্তব্য নিয়ে এখন তোলপাড় লালমাটির জেলা।