বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায় ও মুন্না আগরওয়াল, কলকাতা: মোদি সরকারের (Modi Government) তৃতীয় বর্ষপূর্তি (8YearsOfSeva)। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে প্রচারে নামছে বিজেপি। ১৫ দিন ধরে চলবে প্রচার। পাল্টা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিশানা করছে বিরোধীরা।


আট বছর পূর্তি ঘিরে সমারোহ বিজেপি-র


নরেন্দ্র মোদি সরকারের (Modi Government) ৮ বছর পূর্তিতে কর্মসংস্থান, সুশাসন, বিপুল উন্নয়ন, এমনই  একাধিক  দাবি করে দেশজুড়ে প্রচারের কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP)। আগামী ১৫ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরতে ভিডিও প্রকাশ করা হয়েছে। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দাবি, "মোদি থাকলে সব সম্ভব। জাতিবাদ, দুর্নীতি, পরিবারতন্ত্র দূর হয়েছে, গত ৮ বছরে এটাই হয়েছে মোদি সরকারের আমলে। করোনা-ইউক্রেন যুদ্ধের পরও, অর্থনীতি চাঙ্গা।"


বিজেপি যখন এই দাবি করছে, সেই সময় পাল্টা আক্রমণ শানিয়েছে কংগ্রেস (Congress)। তাদের দাবি, মোদি সরকারের গত ৮ বছরে পেট্রোপণ্য থেকে কেন্দ্রীয় সরকার ২৭ লক্ষ কোটি টাকা আয় করেছে। তার পর, পেট্রোলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা কমিয়েছে। এভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। ২৭ কোটি অসংগঠিত শ্রমিকদের ২৬ কোটির আয় মাসিক ১০ হাজার টাকার কম। অর্থাৎ, ৬ জনের পরিবার হলে মাথাপিছু দৈনিক আয় ৬৫ টাকার কম। রেলের ৯১ হাজারের বেশি পদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। 


আরও পড়ুন: Satyendar Jain Arrested : হাওয়ালা কেলেঙ্কারিতে গ্রেফতার কেজরিওয়াল-সরকারের স্বাস্থ্যমন্ত্রী


তাই আট বছর পূর্তি ঘিকে বিজেপি-র সমারোহ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের প্রশ্ন, এই যদি সাফল্য হয়, তাহলে ব্যর্থতা কাকে বলে? বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "
৮ বছর পূর্ণ হয়েছে, পকেটে হাত পরলে বোঝা যাবে পকেট ফাঁকা হয়েছে, ৮ বছরের পূর্ণতায় সব থেকে বেশি লাভবান হয়েছে, ভারতের গুটিকয়েক পরিবার। ১৪২টি পরিবার ৫৩ লক্ষ কোটি সম্পদের মালিক হয়েছে। দুটো পরিবার অধিশ্বর হয়েছে।"


মোদি সরকারকে আক্রমণ করতে তাদের আট ‘ব্যর্থতা’ তুলে ধরেছে তৃণমূল (TMC)। লোকসভায় তাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রথমেই বলতে চাই, নোটবন্দি, কালোটাকা উদ্ধার হল না, লকডাউনের অদ্ভূত সময়ে কর্মবিচ্যূতি, ত্রুটিপূর্ণ জিএসটি, পেট্রোল-ডিজেল ১০০ পার, গ্যাসের মূল্য হাজার পার, বাংলার ৮৯ হাজার কোটি টাকা পাওনা, যুক্তরাষ্ট্রীয় রীতি নীতি কিছুই মানছে না।"


একযোগে কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের


তার পাল্টা রাজ্য় বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূলের কথায় ভারত সরকারকে চলতে হলে দেশবাসী তা মানবেন না। বিজেপি কীভাবে রণকৌশল তৈরি করবে, তাদের কর্মীরা কত ঘণ্টা কাজ করবেন, তা বিজেপি স্থির করবে। তৃণমূল তা বুঝে উঠতে পারেনি। তার জন্যই ২০১৯ সালে ১৮ জন সাংসদ পাঠাতে পেরেছিলাম আমরা। সংখ্যা আরও বাড়বে।"