ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। মঙ্গলবার বাবুঘাটে গঙ্গা আরতির জন্য পুলিশের অনুমতি চায় বিজেপি। কিন্তু গঙ্গাসাগরের জন্য পুণ্যার্থীদের ভিড়ের কারণ দেখিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে কলকাতা পুলিশ। কিন্তু প্রথম থেকেই গঙ্গা আরতির সিদ্ধান্তে অনড় বিজেপি। আর এই নিয়ে বেলা বাড়তে বাড়ল আঁচ।
অনুমতি না থাকায়, বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির মঞ্চ খোলার কাজ শুরু করে দেয় পুলিশ। এলাকার দায়িত্বে থাকা উত্তর বন্দর থানার পুলিশ মঞ্চ খোলার কাজ শুরু করে। কিন্তু বিজেপিও অনড় কর্মসূচি তারা পিছোবেন না। পুলিশের অনুমতি মিলুক বা না মিলুক, গঙ্গা আরতি হবেই, আগেই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঞ্চের সামনে থেকে বিজেপি নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষকে রীতিমতো টেনে-হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে।
গেরুয়া শিবিরের দাবি, কিন্তু, এই কর্মসূচির অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এবং G-20 সম্মেলনের কারণ দেখিয়ে, বিজেপিকে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। নেওয়া হয়েছিল সেনার অনুমতিও।
আরও পড়ুন :
'মোক্ষম সময়ে বড় ছক বানচাল', আরও এক ISIS জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF
মকর সংক্রান্তির আগে মঙ্গলবার বাবুঘাটে গঙ্গা আরতির জন্য পুলিশের অনুমতি চায় বিজেপি। আগামী ১৪-১৫ তারিখ গঙ্গাসাগরে মকরসংক্রান্তির পুণ্যার্থীদের ভিড় থাকবে। সেই উপলক্ষ্যেই বাবুঘাটে এখন থেকেই জন সমাগম হচ্ছে। এর জন্য ভিড়ের কারণ দেখিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে কলকাতা পুলিশ। সেই সঙ্গে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল, জি ২০ সম্মেলনের জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই কারণেই বিজেপির কর্মসূচি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। বলা হয় , গঙ্গাসাগর মেলার পরে বিজেপিকে নতুন করে আবেদন করতে হবে। কিন্তু এতে চিঁড়ে ভেজেনি। বিজেপিও সিদ্ধান্ত থেকে নড়বে না বলেই জানিয়েছে।
অন্যদিকে তৃণমূলের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কর্মসূচি নিয়েছে বিজেপি। সবকিছুতেই রাজনীতি, পাল্টা কটাক্ষ করেছে ঘাসফুল শিবির।