মুম্বই: বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং সাবা আজাদ (Saba Azad)। দুই তারকা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা অফিশিয়ালি স্বীকার করেননি। কিন্তু অভিনেতার সঙ্গে প্রায় সমস্ত জায়গাতেই সাবাকে দেখা যায়। আর তাই দুইয়ে দুইয়ে চার করে নিতে অসুবিধা হচ্ছে না নেটিজেনদের। লাঞ্চে যাওয়া থেকে বেড়াতে যাওয়া, বিভিন্ন সময়ে ক্যামেরাবন্দি হন তাঁরা। সম্প্রতি শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা।
ফের বিয়ের পিঁড়িতে হৃত্বিক রোশন?
হৃত্বিক রোশনের ব্যক্তিগত জীবন অনেকটাই খোলা বইয়ের মতো। বলিউডে পা পরই তিনি বিয়ে সেরেছিলেন সুজান খানের সঙ্গে। তাঁদের দীর্ঘদিনের সমস্ত ভেঙে যায় ২০১৪ সালে। দুই সন্তান রয়েছে তাঁদের। বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও হৃত্বিক এবং সুজান দুই সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করেন। কোনওরকম তিক্ততা দেখা যায়নি তাঁদের বিচ্ছেদে। বরং, নানা সময়ে একসঙ্গে অনেকটা সময় কাটাতে দেখা যায় তাঁদের। পাশাপাশি বিবাহবিচ্ছেদের পর হৃত্বিক এবং সুজান দুজনেই আলাদা আলাদা সম্পর্কে জড়িয়েছেন। গত বছরই নায়িকা - অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে রেস্তোরাঁয় একান্তে সময় কাটাতে দেখা যায় হৃত্বিককে। সেই সময় তাঁরা নিজেদের শুধুমাত্র বন্ধু বলে পরিচয় দেন। পরবর্তীকালে ধীরে ধীরে তাঁদের সম্পর্কের গভীরতা প্রকাশ্যে আসে। কর্ণ জোহরের জন্মদিনের পার্টি থেকে বিদেশ বেড়াতে যাওয়া, সমস্ত জায়গাতেই হৃত্বিকের বাহুলগ্না হয়ে দেখা যায় সাবাকে। আর এবার শোনা যাচ্ছে, জীবনকে ফের একটা সুযোগ দিতে চান তিনি। আর তার জন্যই প্রেমিকার সাবা আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সূত্রের খবর, সাবার সঙ্গে সম্পর্ক মেনে নিয়েছে রোশন পরিবার।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, হৃত্বিক রোশনের পরিবারের পক্ষ থেকে সাবা আজাদকে অভিনেতার সঠিক জীবনসঙ্গী হিসেবে উল্লেখ করা হচ্ছে। সাবাকে বিভিন্ন সময়ে রোশন পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। এই মুহূর্তে নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তাঁরা। আর প্রতিশ্রুতি দেওয়া সেই কাজ মিটলেই নতুন জীবন শুরু করবেন। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। যদিও দুই তারকার পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।