কলকাতা : এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এবার এনিয়ে গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার (BJP MLA Ashim Sarkar)।


অসীমের নিশানায় পার্থ-


এর আগে রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে গান  বেঁধে শোরগোল ফেলে দিয়েছিলেন। তাঁর গানে উঠে এসেছিল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা কটাক্ষ। এবারও তাঁর 'হাতিয়ার' গান। "ও...দাদা পার্থ... তোমার কেরিয়ারটা নষ্ট করল অর্থ"... গানে গানেই স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে ED-হাতে গ্রেফতার তৃণমূলের মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করলেন তিনি।


আরও পড়ুন ; 'নিয়তির নির্মম পরিহাস', পার্থ-কুণালের ভিডিও আপলোড করে নয়া টুইস্ট সুকান্ত-র


অর্পিতা মুখোপাধ্যায়ের ঘরের মেঝেতে থরে থরে সাজানো টাকা। ২ হাজার আর ৫০০ টাকার নোটের ছড়াছড়ি। লাগাতার জেরার পর শুক্রবার গভীর রাতে ED’র হাতে গ্রেফতার হন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সকালে আনা হয় প্রকাশ্যে। বিকেলে গ্রেফতার করা হয় ঘনিষ্ঠ অর্পিতাকেও। কিন্তু, এত টাকা এল কোথা থেকে ? চতুর্দিকে, যখন জোর জল্পনা, তখন অজস্র মিমের পাশাপাশি ভাইরাল হয়েছে অসীম সরকারের এই গান।


এর আগে, গরু পাচার মামলায় সিবিআই-এর কাছে হাজিরা না দিয়ে যখন SSKM হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল, তখনও গান বেঁধেছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। বগটুইকাণ্ড থেকে দেউচা পাঁচামি, সিঙ্গুরে গানেই রাজ্য সরকারকে নিশানা করেছে। এবার গানের টার্গেট পার্থ চট্টোপাধ্যায়। 


পার্থকে সুস্থ করে তুলতে রক্ত দিতে চান যুব কংগ্রেস কর্মীরা-


এদিকে পার্থ চট্টোপাধ্যায়কে সুস্থ করে তুলতে রক্ত দিতে চান যুব কংগ্রেস কর্মীরা। তাঁরা চান, দ্রুত সুস্থ হয়ে ইডি-র দফতরে যান পার্থ। এই দাবিতে আজ SSKM-এর ব্লাড ব্যাঙ্কের সামনে অভিনব বিক্ষোভ দেখালেন যুব কংগ্রেস কর্মীরা। গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা, রক্ত দিয়ে সুস্থ করা হোক পার্থ চট্টোপাধ্যায়কে।