সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, ঠাকুরনগর : পঞ্চায়েত ভোটের আগে এবার ঠাকুরনগরে (Thakurnagar) মতুয়াদের বার্ষিক মহাসম্মেলনে এসে নাগরিকত্ব দেওয়া নিয়ে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister)। আর এ নিয়ে ফের একবার শুরু হয়েছে তরজা।
পঞ্চায়েত ভোটের মুখে ফের শিরোনামে CAA-ইস্যু। ফের সেই প্রশ্ন, কবে চালু হবে CAA ? প্রায় ৩ বছর আগে আইন তৈরি হওয়ার পরও কেন এখনও বিধি প্রণয়ন করা হল না ? পঞ্চায়েত ভোটের মুখে প্রশ্ন ছুড়ে দিচ্ছে মতুয়া সম্প্রদায়।
বিশেষ করে গুজরাতের দুই জেলায়, তিনটি দেশ থেকে আসা ৬টি ধর্মের নাগরিকদের মোদি সরকার ভারতীয় নাগরিকত্ব দেওয়ায়, বাংলায় CAA চালু করার দাবি ফের জোরাল হয়েছে ! আর এই প্রেক্ষাপটেই সোমবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের ৩৬ তম বার্ষিক মহাসম্মেলনের অনুষ্ঠানে যোগ দেন মোদি মন্ত্রিসভার সদস্য অর্জুনরাম মেঘওয়াল। তাঁর গলায় CAA চালু নিয়ে প্রতিশ্রুতির সুর শোনা গেছে !
কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বলেন, মতুয়া সমাজের মানুষদের নাগরিকত্ব পাওয়া দরকার। তার জন্য আইন পাস হয়েছে। খুঁটিনাটি কিছু সমস্যা আছে, সেগুলো ঠিক করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিতভাবেই দেওয়া হবে। টেকনিক্যাল কারণে একটু সময় লাগতে পারে। ভারত সরকারের মনোভাব এই ব্যাপারে স্পষ্ট।
কবে চালু হবে CAA ?
কিন্তু, কবে চালু হবে CAA ? তা নিয়ে স্পষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী।
এ প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ২০১৯ থেকে একই গল্প শুনছি। কবে যে দেবে তা-ই তো বুঝতে পারছি না। যখনই কোনও মন্ত্রী কেন্দ্র থেকে আসেন, তাঁদের একই কথা নাগরিকত্ব দেবেন। দিতে গেলে কী নথি লাগবে সেটাও তো খুলে বলছে না।
যদিও বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, সিএএ তো ইমপ্লিমেন্ট হয়েই গেছে, সারা ভারতবর্ষে লাগু হবে, পশ্চিমবঙ্গে ওটা লাগু হবে, শুধু সময়ের অপেক্ষা। সংবিধানকে কেউ উপেক্ষা করতে পারবে না।
এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "যখনই ভোট তখন দিল্লি থেকে প্যাকিং হয়ে ট্রেনে, বাসে চলে আসে নাগরিক আইন। যদি নাগরিক আইন এতই কার্যকর হবে, তাহলে বিজেপি পরিচালিত ১৮টি রাজ্যে তা চালু হয় না কেন ? এটা ভোটের রাজনীতি। দিদিও করেন, মোদিও করেন। দুই জনেই এই ব্যাপারে পাকা মাথা।"
লোকসভা ও বিধানসভা নির্বাচনে CAA ইস্যু ডিভিডেন্ট দিয়েছে বিজেপিকে। ভোটে মতুয়া সম্প্রদায় ঢেলে ভোট দিয়েছে গেরুয়া শিবিরকে। কিন্তু, এখনও অবধি কার্যকরী হয়নি CAA। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এবার CAA নিয়ে কী হবে ? প্রশ্ন রাজনৈতিক মহলে।
আরও পড়ুন ; হিন্দু-শিখরা দেশভাগের শিকার, মোদির মুখেও নাগরিকত্ব, তীব্র প্রতিক্রিয়া