সন্দেশখালি : সন্দেশখালিতে এখনও ক্ষোভের আগুন। আজ বসিরহাটের (Basirhat) SP অফিস অভিযানের ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারির প্রতিবাদে সিপিএমেরও SP অফিস অভিযানের কর্মসূচি রয়েছে। অশান্তি এড়াতে বসিরহাটের সংগ্রামপুরে SP অফিস সংলগ্ন ৫০০ মিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করল জেলা প্রশাসন। প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে।  


সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হন বিজেপি নেতা বিকাশ সিংহ। গতকাল জামিন পেয়ে আদালত থেকে বের হতেই ফের তাঁকে গ্রেফতার করে পুলিশ। যে গাড়িতে তিনি ওঠেন সেই গাড়ি আটকানোর চেষ্টা করে পুলিশ। গাড়ির ভিতরে ছিল কেন্দ্রীয় বাহিনীও। গাড়ির সামনে পুলিশ। তৈরি হয় ধস্তাধস্তির পরিবেশ, হয় ধাক্কাধাক্কি। আড়াআড়িভাবে রাস্তায় পুলিশের দুটো গাড়ি আটকে দেয় বিকাশ সিংহের গাড়ি। সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিবেশের। 'তৃণমূলের দালাল পুলিশ', মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে বিজেপি কর্মীদের মধ্যে থেকে। গ্রেফতারি আটকানোর চেষ্টা চলতে থাকে বিজেপির কর্মীদের তরফে। এই ঘটনার প্রতিবাদে আজ এসপি অফিস ঘেরাও করার কর্মসূচি নিয়েছে বিজেপি।


বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিকাশ সিংহ নাকি শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছেন। ভিডিও কোথায় তার ? এসপি বলছেন, ভিডিও দেখি আমি বুঝতে পেরেছি মদ্যপ অবস্থায় ছিলেন। ভিডিওতে কি অ্যালকহল ডিকেশন করার যে মেশিন থাকে সেটা আছে ? এসপি কি ভিডিওতে বিকাশ সিংহের মুখের মধ্যে ঢুকিয়ে দেখেছেন ? বিকাশ সিংহ হচ্ছেন ওখানে লোকসভার আহ্বায়ক। বিজেপি এই প্যান্ডোরা বক্স খুলে দিয়েছে। সন্দেশখালিতে কী হয়েছে তা গোটা রাজ্যের মহিলারা তাকিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। কোনও কথা নেই। মুখ্যমন্ত্রী বলছেন, যাঁরা গন্ডগোল করেছেন তাঁদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কাদের ? গ্রামের মানুষদের। মহিলাদের গ্রেফতার করা হচ্ছে। বিজেপি নেতাদের গ্রেফতার করা হয়েছে।"


এদিকে সিপিএমের সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারের প্রতিবাদে সিপিএমের পক্ষ থেকে এসপি অফিসে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল গতকাল। এসপি এফিসের সমানে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সিপিএম কর্মীদের। তাঁরা গার্ডরেল সরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেই ঘটনার পরে বসিরহাট মহকুমা আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে নিরাপদ সর্দারের গ্রেফতারির প্রতিবাদে সিপিএমেরও SP অফিস অভিযানের কর্মসূচি রয়েছে আজ।