সন্দেশখালি : সন্দেশখালিকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির পারদ। বিজেপির পর এবার সিপিএমের সন্দেশখালি অভিযানেও বাধা দিল পুলিশ। ন্যাজাট ফেরিঘাটেই আটকে দেওয়া হল মীনাক্ষী মুখোপাধ্যায়দের। এনিয়ে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, বচসা চলে। ওঠে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা জড়ান সিপিএম নেতা-কর্মীরা।
সন্দেশখালিতে যাওয়ার পথে গতকাল রামপুরে বিজেপির প্রতিনিধিদলকে আটকে দেয় পুলিশ। বসিরহাটের SDPO-র সঙ্গে বিজেপি নেতা-নেত্রীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আধঘণ্টা পর ফিরে যায় বিজেপির প্রতিনিধিদল। ধামাখালি থেকে ৬ কিলোমিটার দূরে ব্যারিকেড তৈরি করে আটকে দেওয়া হয় বিজেপি নেতা-নেত্রীদের। গ্রামবাসীর বাড়ি ভাঙচুরের খবর পেয়ে এসেছি, আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যাব। চারজন প্রতিনিধি যেতে চাইলে বাধা দিচ্ছেন কেন, প্রশ্ন তোলে বিজেপির প্রতিনিধিদল। ১৪৪ ধারা জারি রয়েছে। বিজেপি গেলে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে বলে দাবি করেন বসিরহাটের SDPO। বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশন ও আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেয় বিজেপি।
সন্ত্রস্ত সন্দেশখালিতে জ্বলছে প্রতিরোধের আগুন। গন্ডগোল থামাতে সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গত পরশু রাত সাড়ে ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে বসিরহাট জেলা প্রশাসন। এর ফলে ওই সমস্ত এলাকায় কোনও জমায়েত করলেই পুলিশ গ্রেফতার করবে। গতকাল সকাল থেকে ধামাখালি থেকে সন্দেশখালি যাওয়ার রাস্তায় চলে পুলিশের নাকা তল্লাশি। টোটোয় চড়ে মাইকেও প্রচার চালায় পুলিশ। ড্রোন উড়িয়ে চলে নজরদারি। গোটা এলাকা পুলিশে ছয়লাপ হয়ে যায়। এলাকা পরিদর্শনে যান বারাসাত রেঞ্জের DIG সুমিত কুমার। সন্দেশখালি থানায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন DG পদমর্যাদার অফিসার সিদ্ধিনাথ গুপ্ত। এর পাশাপাশি, গত পরশু জেলিয়াখালিতে তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার ভেড়ির অফিস, বাড়ি, পোলট্রি ফার্মে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ জন গ্রামবাসীকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ।
১৪৪ ধারা জারি করার পর, গতকাল সন্দেশখালি থানা এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এখনও পর্যন্ত ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে পুলিশের উপস্থিতিতেই বিজেপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে