সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃতীয় দফার ভোট মিটতেই এবার চতুর্থ দফার ভোটের দামামা বেজেছে রাজ্যে। বিজেপি সূত্রে খবর, রবিবার রাজ্যে আসতে চলেছেন নরেন্দ্র মোদি। ওই দিন পর পর চারটে সভা রয়েছে। এর মধ্যে একটি সভা রয়েছে উত্তর ২৪ পরগনায়।
এদিকে মোদির সভার আগে বিস্ফোরক অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর সভার আগে, সভার জন্য নির্দিষ্ট মাঠে ঢুকল ট্রাক্টর। গোটা মাঠ খুঁড়ে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ। সভা বানচাল করতে তৃণমূল মাঠ খুঁড়েছে, অভিযোগ অর্জুন সিংহের।
১২ মে টিটাগড় পেপার মিলের মাঠে সভা হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মাঠের সৌন্দর্যায়নের কাজ চলছিল, দাবি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের।
২০ মে পঞ্চম দফা নির্বাচন রয়েছে ব্যারাকপুরের ভাটপাড়ায়। তার আগে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী মোদি। এক জুটমিল মালিকের মাঠে সভা হওয়ার কথা। তার আগে তৃণমূলের বিরুদ্ধে মাঠ নষ্ট করে মাটি পাচার করার অভিযোগ তুলল বিজেপি । ঘটনাস্থলে এসে তৃণমূল শাসিত পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুললেন অজুর্ন সিং। তাঁর দাবি এই মাঠ থেকে মাটি বিক্রির চক্রান্ত করেছিল শাসক দল।
অর্জুন সিংহ জানান, ব্যক্তিগত মালিকানাধীন এই মাঠে, নরেন্দ্র মোদির সভা করার কথা। তার আগে তৃণমূল শাসিত পুরসভার ও পার্থ ভৌমিকের মদতে এখান থেকে মাটি কেটে পাচার করতে চাইছে ওরা। জমির মালিক থানার অভিযোগ দায়ের করেছে। এতে প্রধানমন্ত্রীর জনসভা আটকাবে না। পুলিশ কার্যত ঠুটো জগন্নাথের ন্যায় কাজ করছে। এবার থেকে আমাদের কর্মীরা এই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
আরও পড়ুন, সাড়ে ৪ হাজার কেজির ভোগ ! প্রসাদ পেলেন কাতারে কাতারে মানুষ, অভূতপূর্ব ছবি বড়-মার অন্নকূূটে
বিজেপি সূত্রে খবর, তৃতীয় দফার নির্বাচনের পর দেশের বড় অংশে ভোট মিটে যাচ্ছে। এ বার বাংলার দিকে বিশেষ ভাবে নজর দিতে চাইছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। আগামী সোমবার দেশে চতুর্থ দফার নির্বাচন। ওই দিন বাংলার আট কেন্দ্রেও ভোট হবে। তার আগে কেবল মোদীই নন, রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও শাহও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে