সমীরণ পাল, বারাসাত (উত্তর ২৪ পরগনা): এবারও বারাসাত বার অ্যাসোসিয়েশন (Barasat Bar Assosiation) দখলে রাখল বাম-কংগ্রেস জোট (Left-Congress)। নির্বাচনে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সহ সম্পাদকের একটি পদে জয় নিয়ে সংশয় থাকায় মঙ্গলবার পুনর্গণনা। ফের শূন্য হাতে ফিরতে হল বিজেপিকে (BJP)।
পুরভোটে বাম-কংগ্রেস গাঁটছড়া না বাঁধলেও, বারাসাত বার অ্যাসোসিয়েশনের ভোটে এই জোটই হারাল তৃণমূল আর বিজেপিকে। এই নিয়ে পরপর তিনবার জয়ের হাসি হাসল বাম-কংগ্রেস জোট।
বারাসাত বার অ্যাসোসিয়েশনের কার্যকরী সমিতির ১৩ টি আসনের মধ্যে কংগ্রেস-সিপিএম জোট পেয়েছে ৭টি আসন।তৃণমূল ৫টি আসনে জিতেছে।বিজেপির প্যানেলের কোনও প্রার্থী জিততে পারেননি।
বারাসাত বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কংগ্রেস নেতা তারক মুখোপাধ্যায় বলেছেন, বার অ্যাসোসিয়েশনে এবারও আমরা জিতেছি...জোট প্রার্থী হিসেবে জয় এসেছে।
সিপিএম নেতা ও বার কাউন্সিলের সদস্য তথা সিপিএম নেতা মিহির দাস বলেছেন, পরপর তিনবার বাম-কংগ্রেস জোট জিতেছে।
বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর, সহ সম্পাদকের একটি পদে গণনাকে চ্যালেঞ্জ করে বাম-কংগ্রেস জোট।ওই আসনে মঙ্গলবার পুনর্গণনা হবে।বারাসাত তৃণমূল লিগাল সেলের সভাপতি রফিকুল ইসলাম বলেছেন, ওই আসনে ফের গণনা হবে...আমরাই ওটা জিতেছি।
এবার লড়াইয়ে দাঁত ফোটাতে না পারলেও, পরের বার নিয়ে আশাবাদী বিজেপি।
এবার পুরভোটে আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস। তবে বারাসাত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জোট বেঁধেই তারা হারিয়ে দিয়েছে ঘাসফুল আর পদ্মফুলকে।