কলকাতা: সরস্বতী পুজোর দিনে স্বস্তি রাজ্যে। শুক্রবারের থেকে বেশ কিছুটা কমল করোনা সংক্রমণ।  রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Health Department) বুলেটিন অনুযায়ী শনিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Covid Positive Case) হয়েছেন ১ হাজার ৪৫ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০ লক্ষ ৫ হাজার ৩৭ জন। গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯১৬ জন। এ দিন রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৯ হাজার ২৭৬ জন। রাজ্যে টানা ২২দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, রাজ্যে একদিনে ৩১জনের মৃত্যু। 


গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভিটি রেট ৩.৬৬ শতাংশ। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছে ১৫৯ জন। এখনও আক্রান্তের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সে জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২২৩ জন। 



এদিকে, দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও আজও তা হাজারের উপরে। দেড়লক্ষের নীচে নামল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭২।   গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৩৯৪। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২০ লক্ষ ৮০ হাজার ৬৬৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১ হাজার ১১৪ জনের।  দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৭ দশমিক ৯৮ শতাংশ।  


অন্যদিকে, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার যে পরিসংখ্যান প্রকাশ করতেই চিন্তা বাড়ল। মৃত্যু ৯ লক্ষ ছাড়িয়েছে সে দেশে।  এই সংখ্যাটি যেকোন দেশের দ্বারা রিপোর্ট করা কোভিড-১৯ এ মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের পর মৃত্যু পরিসংখ্যানে রয়েছে রাশিয়া, ব্রাজিল এবং ভারত। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সামগ্রিক জনসংখ্যার নিরিখে অন্যান্য দেশের তুলনায় ওমিক্রন মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি আঘাত করেছে।