সন্দেশখালি,উত্তর ২৪ পরগনা: দিনের পর দিন শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার, প্রতিবাদে জ্বলছে সন্দেশখালি (Sandeshkhali Violence)। গোটা ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ ? (Suvendu Adhikari, Kunal Ghosh and Manoj Varma)। শুভেন্দু বললেন, 'ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে', যদিও পাল্টা নিশানা কুণাল ঘোষের।
এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা জানিয়েছেন, 'সন্দেশখালি ও বসিরহাটে গত দু-তিনদিন ধরে সন্দেশখালিতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। পর্যাপ্ত পুলিশ বাহিনী আছে। তদন্ত চলছে। যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আট জনকে আটক করা হয়েছে। নেপথ্যে কারা, খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিস্থিতি এখন একবারেই নিয়ন্ত্রণে রয়েছে। দুপুরের একটু আগে কিছু ঘটনা হয়েছিল। সেটা পুলিশ গিয়ে তদন্ত করছে। শেষ দুইদিন ধরে যত অভিযোগ এসেছে সবকিছুর তদন্ত হচ্ছে। কিন্তু তদন্ত এখুনি মানে, অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত করে অ্যাকশন নেওয়া হবে, এইভাবে তো হবে না। তদন্তের যা যা করণীয় আছে, সেটা পুলিশ করবে।'
এই ঘটনায় শুভেন্দু অধিকারী বলেছেন, প্রথমত এটা অনভিপ্রেত। গ্রামবাসীদের পুঞ্জিভূত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। বারো-তেরো বছরের অত্যাচারের জনরোষ প্রকাশ্যে এসেছে।' পাশপাশি কুণাল ঘোষ বলেন, 'কিছুই হয়নি , দুদিন বাদে সন্দেশখালি বলে কোনও ইস্যুই থাকবে না। কোনও ব্যাক্তির আচরণে গলদ থাকতে পারে। কোনও হয়তো ক্ষোভ ছিল। তো সেই সমস্যার জন্য বিজেপি-সিপিএম-কংগ্রেস সাময়িক গণ্ডোগোলের চেষ্টা করেছে।সংযত ছিল তৃণমূল। সংযত ছিল পুলিশ বাহিনী। ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলি নেই।
আরও পড়ুন, ফের জ্বলল আগুন,আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি সন্দেশখালিতে
সন্দেশখালির জেলিয়াখালিতে,জ্বালিয়ে দেওয়া হল জেলা পরিষদের সদস্য ও সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর পোলট্রি ফার্ম। ভাঙচুর করা হল তাঁর মদের দোকান ও বাগানবাড়িতে। সেখানেও ধরিয়ে দেওয়া হল আগুন। এক বিক্ষোভকারী বাসিন্দা জানিয়েছেন, ঘর বাঁধা ছিল, সেই ঘর তুলে দিয়ে এই পোলট্রি ফার্ম করেছে। অপর এক বিক্ষোভকারী বাসিন্দা বলছেন, 'শিবু হাজরাকে চাই, শিবু হাজরাকে চাই, হাজরা এখানে আসুন, আমার ঘরদোর সব ভেঙে দিয়েছে। মদের দোকান করেছে লাইসেন্স করে, এই শিবু হাজরা, ওর সব জমি দখল করেছে। শিবু হাজরার জেল চাই, শাহজাহানের জেল চাই', সরব বিক্ষোভকারীর দল।