সমীরণ পাল, টিটাগড়: টিটাগড় গণধর্ষণকাণ্ডে, FIR-এ নাম থাকা ৪ জনই গ্রেফতার। দিল্লি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত জুনেইদ আখতার। যিনি, টিটাগড় পুরসভার (Titagarh Municipality) ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলরের ভাই বলে দাবি। এছাড়া, আসানসোল থেকে গ্রেফতার হয়েছে, বাকি ২ অভিযুক্ত। আর গ্রেফতারির পরই, এনিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।
গণধর্ষণকাণ্ডে গ্রেফতার চার: টিটাগড়ে (Titagarh) তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। ঘটনার এক দিনের মাথায়, দিল্লি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত জুনেইদ আখতার। বাকি ২ অভিযুক্তকে আসানসোল থেকে পাকড়াও করেছে পুলিশ। এই নিয়ে FIR’এ নাম থাকা ৪ জনকেই গ্রেফতার করল পুলিশ। গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত জুনেইদের বিরুদ্ধে, ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছেন নির্যাতিতা।
তরুণীর দাবি, এই জুনেইদ, টিটাগড় পুরসভার (Titagarh Municipality) ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের ভাই। ঘটনার দিন রাতে, তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে, তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই ৩ যুবকের বিরুদ্ধে। ঘটনার সাক্ষী ছিল এক জন। ঘটনায়, শুক্রবারই বিশাল সাউ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর শনিবার সকালের মধ্যে ধরা পড়ে বাকি ৩ অভিযুক্ত, মহম্মদ মহসিন, তারিফ আলম ও জুনেইদ আখতার। শনিবার, দিল্লির (Delhi) একটি আদালতে তোলা হয় জুনেইদকে। তাঁকে ট্রানজিট রিমান্ডে আনা হবে রাজ্যে (West Bengal) । ব্যারাকপুর কমিশনারেটের (Barrackpore Commissionerate) ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য বলেন, “২ জনকে আসানসোল (Asansol) থেকে গ্রেফতার করা হয়। ১ জনকে ট্রেনে আলিগড় থেকে ধরা হয়। দিল্লিতে হ্যান্ড ওভার পাই।’’
টিটাগড় থানা এলাকায় কংগ্রেসের বিক্ষোভ: এদিকে, এই ঘটনায়, কংগ্রেসের প্রতিবাদ (Congress Protest) ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে টিটাগড় থানা এলাকা। দুপুর দেড়টা নাগাদ, টিটাগড় থানায় ঢুকে IC-র সঙ্গে দেখা করতে যায় কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তাঁদের বাধা দিলে, পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। কংগ্রেস কর্মীদের থানা থেকে বের করে দেওয়া হয়। এদিকে, আসানসোল থেকে ধৃত, মহম্মদ মহসিন ও তারিফ আলমকে শনিবার ব্যারাকপুর কোর্টে (Barrackpore Court) তোলা হলে, বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।