সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Bhatpara State General Hospital) আমফানের (Amphan) সময় উপড়ে পড়া গাছ কাটা (tree cutting) নিয়ে তুঙ্গে তরজা। সামনে চলে এল অর্জুন সিংহ (Arjun Singh) ও সোমনাথ শ্যামের (Somnath Shyam) মত পার্থক্য। গাছ কাটা নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপিও (BJP)। 


গাছ কাটাতেও মতপার্থক্য!


ব্যারাকপুরের রাজনীতিতে সাংসদ অর্জুন সিংহ আর জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব কারও অজানা নয়। এবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে গাছ কাটা নিয়েও সামনে চলে এল মতপার্থক্য। আমফানের সময়ে হাসপাতাল চত্বরে বেশ কিছু গাছ উপড়ে পড়েছিল। সম্প্রতি সেই সব গাছ কেটে ফেলা হয়।                               

হাসপাতালের তরফে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে জঙ্গল হয়ে থাকায় হাসপাতালে পোকামাকড়, মশার উৎপাত বেড়েই চলেছিল। তাই জঙ্গল সাফ হচ্ছিল। একই দাবি করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, 'আমফানের সময়ে কিছু গাছ পড়ে গিয়েছিল। সেগুলিকে কেটে জড়ো করার কথা হয়েছে। সুপারের সঙ্গেও কথা হয়েছিল।'                                                                                                       


যদিও এনিয়ে ভিন্ন মত পোষণ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। ব্যারাকপুরের তৃণমূল নেতা ও সাংসদের কথায়, 'দিনের আলোতেই পড়ে থাকা গাছ কেটে নিয়ে যাচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।'                                              


আরও পড়ুন: Fraud : বাড়তি কিছু দিলেই পেনশন ডবল! ১৪ লক্ষ টাকা প্রতারণার ফাঁদে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক

গাছ কাটা নিয়ে অবশ্য তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য বলেন, 'তৃণমূলের চুরি ছাড়া আর কোনও কাজ নেই। শিল্প নেই, তাই বেকাররা কী করবে, তাই চুরি করছে।' বিভিন্ন ইস্যুতে সংঘাতে জড়িয়েছেন দুই তৃণমূল নেতা। এবার হাসপাতাল চত্বরে গাছ কাটা নিয়েও অর্জুন সিংহ ও সোমনাথ শ্যামের মতবিরোধ সামনে চলে এল।