উত্তর ২৪ পরগনা: সংগঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের অস্বস্তি বাড়ালেন সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। আমডাঙার সভায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন,'বিরোধীরা বলছে, বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন, তৃণমূলে এসেও মন্ত্রী হয়েছেন। দিদিমণি সব গটআপ করে দিয়েছেন, এর কোনও উত্তর আমরা দিতে পারছি না।'


'ত্রুটি ঠিক না করতে পারলে ২০২৪-এর ভোটে তার ফল ভুগতে হবে'


অর্জুন সিংহ আরও বলেন,' বিরোধীরা আমাদের থেকে প্রচারে এগিয়ে আছে। আর আমরা এগিয়ে আছি দলেরই নেতাদের কোণঠাসা করতে। শাসকদল হয়েও সাগরদিঘিতে ১৭টি বুথে তৃণমূলের এজেন্ট ছিল না। কারণ আমাদের ওভারকনফিডেন্স ছিল, আমরা জিতে যাব। আমরা ক্ষমতায় আছি, পুলিশ আমাদের কথা শুনবে। এই ওভারকনফিডেন্স ২০০৮ সালে বামেদেরও এসেছিল। আমডাঙাতেও আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে। ত্রুটি ঠিক না করতে পারলে ২০২৪-এর ভোটে তার ফল ভুগতে হবে।'


  গত মাসে, গ্রেফতার (Arrest) হয়েছিলেন সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) ভাই সঞ্জয় সিংহ (Sanjay Singh)। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় ৫ দিন ধরে ২ শ্রমিক সংগঠনের বিবাদ চলে। সেই ঘটনায় আগেই গ্রেফতার হন ২জন। এবার এক সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় সিংহকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল জগদ্দল থানার সামনে। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।  


দুর্নীতির অভিযোগ, গ্রেফতারি নিয়ে সে বার অর্জুন সিংহ বলেছিলেন ‘মানুষ আমাদের খারাপ নজরে দেখছে। টাকার পাহাড় দেখা যাওয়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে’ । তিনি আরও বলেন, ‘ ২ জন চুরি করেছে, ৯৮ শতাংশের উপর প্রশ্নচিহ্ন লেগে গিয়েছে । তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে ফেরা দোর্দণ্ডপ্রতাপ নেতা বললেন, ‘মানুষ সব কিছুর উপর নজর রাখছে’।


আরও পড়ুন, 'KK-র মৃত্যু, দইচিঁড়ে মেলা-কাণ্ডে কেউ গ্রেফতার হয়েছে?' তোপ দিলীপের


অপরদিকে, এরই সঙ্গে তার সংযোজন, ' টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।দু’জন চুরি করছে, আর ৯৮% তৃণমূলের ওপরে কিন্তু প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে যে, এরা সব চোর। এই দু’জনকে চিহ্নিত করতে হবে। মানুষ কিন্তু সবটাই নজর রাখছে। এমনই কিছু মানুষের জন্য আমাদের অসুবিধা হচ্ছে। অনেকরকম প্রশ্ন ট্রেনে, বাসে শুনতে হচ্ছে। মানুষ কিন্তু একটু আমাদের ওপরে খারাপ নজরে দেখছে। '