সমীরণ পাল, অশোকনগর: একটি প্রবাদ আমরা সকলেই শুনেছি যে, 'কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়'। সেই প্রবাদই যেন বাস্তবে প্রতিফলিত হল। বড় ছেলের হাতেই খুন হলেন মা। কেবল খুন নয়, রীতিমতো কুপিয়ে খুন হলেন মা। তাও আবার ছেলের হাতেই। টাকা পয়সা নিয়ে বিবাদের জেরেই এই মৃত্যু এমনটাই খবর।
ঠিক কী ঘটেছে?
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণ পুর গ্রাম পঞ্চায়েতের পাপদারা ঘোষপাড়া এলাকায়। মৃত মহিলার নাম কল্পনা ঘোষ। তাঁর পরিবারে রয়েছে দুই ছেলে এবং স্বামী। কল্পনা ঘোষের ছোট ছেলে সম্রাট ঘোষ এর দাবি তাঁর মাকে কুপিয়ে খুন করেছে তারই নিজের দাদা সৌমেন ঘোষ। ছোট ছেলে সম্রাট ঘোষের আরও দাবি দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিবাদ চলছিল তাঁর দাদার।
গ্রেফতার ছেলে
সেই কারণেই বৃহস্পতিবার দুপুরে তাঁর মাকে কুপিয়ে খুন করে দাদা সৌমেন ঘোষ, এমনটাই অভিযোগ। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কল্পনা দেবীকে নিয়ে যাওয়া হয় অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে। এছাড়াও এমন ঘটনার কথা শুনে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী। এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকাবাসী।
এদিকে, এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বড় ছেলে সৌমেন ঘোষকে। এখনও ঘটনাস্থলে রয়েছে অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী।
অন্যদিকে, রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, ‘রাজ্য আর কোনও তদন্ত করবে না। ধৃতদের সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। পাশাপাশি রিপোর্ট জমা সিবিআই-কে ৭ এপ্রিলের রিপোর্ট জমা দিতে হবে।' বিচারের স্বার্থে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ বলে জানানো হয়েছে।