সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: দিনে দুপুরে ফাঁকা বাড়িতে চুরি (theft)। ইছাপুরের (Ichhapur) ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ (Noapara Police)।


ঠিক কী ঘটেছিল?


ইছাপুরের ঘটনা। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ইছাপুর বাদামতলা সংগ্রামগড় এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটল। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ চুরির ঘটনার সময় নিজের দোকানে ছিলেন ব্যবসায়ী। এবং তাঁর স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন।


বাড়ি ফিরে দেখা যায়...


বাইরে থেকে দরজা বন্ধ করে গিয়েছিলেন ব্যবসায়ীর স্ত্রী। এরপর বাড়িতে ফিরে সেই  দরজা খুলতে না পেরে বাড়ির পিছন দিক দিয়ে ঢোকেন। তখন চোরেরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর বাড়ির ভেতরে ঢুকলে দেখা যায় আলমারি থেকে প্রায় ১০ থেকে ১২ ভরি সোনার জিনিস খোয়া গিয়েছে। খোয়া যাওয়া জিনিসের আনুমানিক মূল্য প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা।


এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। স্থানীয় একটি বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনাটি। ঘটনা নিয়ে বলতে গিয়ে মিলন দেবনাথ জানান দিনেদুপুরে এমন চুরির ঘটনায় তারা প্রচণ্ডভাবে আতঙ্কিত রয়েছেন।


আরও পড়ুন: Malda: মালদায় বেআইনিভাবে বালি কেটে বিহারে পাচারের অভিযোগে গ্রেফতার ৪


দুর্গাপুরে রেললাইন থেকে ফিস প্লেট চুরির চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল আরপিএফ। নেপথ্যে কোনও চক্র রয়েছে কি না, খতিয়ে দেখছে রেল পুলিশ। 


জলপাইগুড়ির ময়নাগুড়ির রেল দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে দুর্গাপুরে রেল পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় ফিসপ্লেট চুরির চেষ্টার অভিযোগে ধৃত ২। রেল পুলিশ সূত্রে খবর, রাজবাঁধ স্টেশনের কাছে রেললাইনের পাশে ২ জনকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।  একজনকে হাতে করে ফিস প্লেট তুলতে দেখা যায়। 


আরপিএফ সূত্রে খবর, স্থানীয়রা তাদের বিষয়টি জানান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রেললাইনের ধারে পড়ে আছে চারটি ফিস প্লেট। বয়ানে অসঙ্গতি মেলায় ফিস প্লেট চুরির চেষ্টার অভিযোগে ওই ২ জনকে গ্রেফতার করে আরপিএফ। রেল পুলিশ সূত্রে খবর, ধৃত অরুণ সানা ও শিবু সরকার কাঁকসার বাসিন্দা।