সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আদালতে পেশের পর অনেক অভিযুক্তেরই ঘাম ছুটেছে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তারিখ পিছিয়েছে। তবে এবার যা ঘটাল তা ব্যাতিক্রমী।  এজলাসে ঢুকে আইনজীবীদের 'তাণ্ডব'-এ কোর্টেই অসুস্থ হলেন এবার বিচারক। আজ্ঞে হ্য়াঁ এমন ঘটনাই ঘটেছে  শুক্রবার দুপুরে বনগাঁ মহকুমা আদালতে (Bangaon Sub Division Court)। কিন্তু কী কারণে আইনজীবীরা বিক্ষোভ দেখালেন ?


মূলত, ল-ক্লার্কের মৃত্যুর জন্য বনগাঁ মহকুমা আদালতে আজ ছিল আইনজীবীদের কর্মবিরতি। এদিকে 'কর্মবিরতি না মেনে বিচারপ্রক্রিয়া চালানোয়', আইনজীবীদের হুমকির মুখে পড়ে এজলাসেই অসুস্থ হয়ে পড়েন মহিলা বিচারক। ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি চলার অভিযোগ তুলে আইনজীবীদের বিক্ষোভ চলে। এজলাসে ঢুকে আঙুল উঁচিয়ে চিৎকারের অভিযোগ খোদ বিচারকের। জানা গিয়েছে, অসুস্থ মহিলা বিচারক সোমা চক্রবর্তীকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।


শুক্রবার দুপুরে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা অভিযোগ করেন, একজন ল- ক্লার্কের মৃত্যুর কারণে কর্ম বিরোধী চলা সত্ত্বেও ফাস্ট ট্র্যাক ২ আদালতের বিচারপতি সোমা চক্রবর্তী বিচার প্রক্রিয়া চালাচ্ছিলেন।এই অভিযোগ তুলে কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করে আইনজীবীরা। অন্যদিকে ফাস্ট ট্র্যাক- ২ এর বিচারক সোমা চক্রবর্তীর অভিযোগ, 'আমি বিচার প্রক্রিয়া চালাচ্ছিলাম। সেই সময় কিছু লইয়ার ( lawyers) এজলাসের মধ্যে ঢুকে আমাকে আঙুল উঁচিয়ে হুমকি দিতে থাকে। চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাঁদের চিৎকার চেঁচামেচিতে আমি অসুস্থ হয়ে পড়ি।'  


আরও পড়ুন, 'CAA-NRC নিয়ে মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী..', চাপড়ায় 'ভোট ব্যাঙ্ক' নিয়ে কী বার্তা শুভেন্দুর ? 


বলার অপেক্ষা রাখে না, দেশের তথা রাজ্যের সকল আদালতই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একেই মামলার ভারে কোর্টে ফাইলের চাপ বাড়তে থাকে। শুনানির পর শুনানি। তবুও শেষ হয় না। অপেক্ষায় থাকে অনেকেই। আর সেই আদালতে হঠাৎ কর্মবিরতি মানে তো শিয়রে শমন অনেকেরই। কারণ অনেকেরই রায়ের উপরেই সব কিছু দাঁড়িয়ে থাকে। কোভিড পর্বের সময় এটা সব থেকে বেশি ঠাহর করা গিয়েছিল। যে ভয়াবহ পরিস্থিতিতেও আদালত পুরোপুরি বন্ধ রাখা মানে হিমসিম খেয়ে যাওয়ার মতো বিষয়। এমন কি স্যানিটাইজেশনের জন্য কোর্টের বিভিন্ন কক্ষ বন্ধ থাকা অবস্থাতে, ভার্চুয়ালেই ভরসা করেছিল আদালত। তবুও বন্ধ হয়নি দরজা। বলাইবাহুল্য নাগরিক জীবনে প্রতিটা ক্ষেত্রেই মেনে চলতে হয় আইন-শৃঙ্খলা। তাই কর্মবিরতি মানতে নারাজের আরও একটা জ্বলন্ত উদাহরণ এদিন ফের সামনে এল।