নদিয়া: 'সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে ভোটে জিতেছেন মমতা।' শুভেন্দুর এমন অভিযোগ বহুদিনের। দেশের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বাংলায়, এই ইস্যুটি একটি অন্যতম ইস্যু। তারই সঙ্গে লতায় পাতায় জড়িয়ে রয়েছে আরও একটি বিষয়। লোকসভা ভোটের বছরের কার্যকর হয়েছে সিএএ (CAA)। যা নিয়ে কম বিতর্ক হয়নি। 


কার্যকর হওয়ার পরেই, হাবড়ার মতুয়াগড়ের সভা মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'দরখাস্ত করলে ,নাগরিকত্ব বাতিল হয়ে যাবে।' মমতার এই মন্তব্য নিয়েই সরব হয় বিজেপি। আজ ফের সেই দুটি বিষয়ই এল চাপড়ায় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে, শুভেন্দুর সভায়। 'সংখ্যালঘু' ইস্যুতে এদিন বিরোধী দলনেতা স্পষ্ট বললেন, 'সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে তৃণমূল।' সেই সঙ্গেই দিলেন পঞ্চায়েত ভোটে (Panchayet Vote) সংখ্যালঘু খুনের পরিসংখ্যান। পাশাপাশি আরও একবার স্মরণ করালেন, 'সিএএ-এনআরসি নিয়ে মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী।'এদিন তিনি বলেন, 'সিএএ-এনআরসি নিয়ে মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী। কারও নাগরিকত্ব গেছে, একটাও প্রমাণ দেখান। সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার নয়।' 


অপরদিকে, সংখ্যালঘু ইস্যু তুলে এদিন শুভেন্দু বলেন,' পঞ্চায়েত ভোটে ৫৫জন খুন হয়েছে, ৩৭জন সংখ্যালঘু। বোমা বাঁধাবে, আবার খুনও হতে হবে, এটাই তৃণমূলের সংস্কৃতি। সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে তৃণমূল।' গতকাল বাংলার মাটিতে দাঁড়িয়ে সিএএ ইস্যুতে একে অপরকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হাতিয়ার করলেন সামাজিক প্রকল্পকে, তেমনি মোদি গ্যারান্টিকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনি লক্ষ্ণীর ভাণ্ডার পাবেন না। আপনি কন্য়াশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না।'


 আরও পড়ুন, প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে কমিশনে BJP


বনগাঁ লোকসভা ও কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বলেন,'  একটা টিএমসিকেও নাগরিকত্ব দেব না। ওদের খ্য়ামটা নাচ কাকে বলে, তারপর ওদের দেখাব। বড় বড় কথা না! মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেন বাঁচায় তোদের।' সাড়ে ৪ বছর বাদে লোকসভা ভোটের মুখে CAA কার্যকরী করেছে মোদি সরকার।কিন্তু সেই CAA নিয়েই কি ভয় দেখানোর প্রতিযোগিতা চলছে বিজেপি ও তৃণমূলের মধ্য়ে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার নাগরিক অধিকার থাকবে না। আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভাল না খারাপ নিজেরা বুঝে নিন। আর যেই ডিটেনশন করবে। করে আসামে এখনও আছে। ডিটেনশন ক্য়াম্প করে রেখে দেবে। যেখানে আপনাদের বিদেশি বলে চিহ্নিত করা হবে।