সমীরণ পাল, বসিরহাট: ভারত-বাংলাদেশ (India Bangladesh Border) সীমান্তে কৃষকের কাছ থেকে একাধিক সোনার বিস্কুট (Gold Biscuit) উদ্ধার করল বিএসএফ (BSF)। বসিরহাটের স্বরুপ নগরের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের আমুদিয়া সীমান্তের ঘটনা। 


বিএসএফ (BSF) সূত্রে খবর, ধৃত যুবকের নাম হাসানুর গাজির বাড়ি আমুদিয়ায়। সে মাঠে চাষের কাজ সেরে কোদালের  ভিতরে পাঁচটি সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে ফিরছিল। ওই কৃষককে দেখে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। তার পর তাঁর তল্লাশি চালাতে গিয়ে কোদালের ভেতর থেকে উদ্ধার হয় একে একে পাঁচটি সোনার বিস্কুট। যার বাজার মূল্য আনুমানিক ৩১ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। 


উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই কৃষক কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এই বিস্কুট, এই পাচারের নেপথ্যে কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী। 


এই পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক কোনও পাচারকারীর যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই সোনার বিস্কুটগুলি থাইল্যান্ড মায়ানমার বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিল। তারপর এগুলো কোথায় যাচ্ছিল তা এখনও জানা যায়নি। 


চিনা নাগরিক গ্রেফতার: উল্লেখ্য, এই একই দিনে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে গ্রেফতার হয়েছে এক চিনা নাগরিক। ধৃতের নাম ইয়ংহিন পেং। ধৃত  চিনের গন্ডোং এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার নেপাল থেকে ভারতে আসছিলেন ওই ব্যক্তি। সেইসময়ে এস‌এসবির সন্দেহ হ‌ওয়ায় তাকে আটক করা হয়। কেন কোনও বৈধ নথী ছাড়াই দেশে ঢুকেছেন তিনি, কোনও অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 


অন্যদিকে গতকাল নাকা চেকিংয়ের সময়ে প্রায় ৪৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে হুগলির চণ্ডীতলায়। ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নগদ টাকার উৎস সম্পর্কে কিছু বলতে পারেনি ধৃতরা, দাবি পুলিশের। মোটর বাইকে করে প্রায় ৪৪ লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে।               


আরও পড়ুন: Madan Mitra : 'ক্ষমতায় তৃণমূল, সরকার তৃণমূলের, তাহলে তৃণমূল মারা যায় কী করে?' পুলিশের ভূমিকায় প্রশ্ন মদনের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial