সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : নন্দীগ্রামের (Nandigram) পর এবার দেগঙ্গা (Deganga)। ভাইরাল ভিডিও ঘিরে ফের শুরু জল্পনা। এবার দলের জয়ী প্রার্থীদের শংসাপত্র ৫ বছরের জন্য তাঁর কাছে জমা রাখার নির্দেশ দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। দলবদল আটকাতেই কি তৃণমূলের (TMC) এই অভিনব দাওয়াই ? উঠছে প্রশ্ন। রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি (BJP)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস।


পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দীগ্রামের ছায়া এবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গায়। তবে শপথ বাক্য পাঠ করানো নয়। এবার পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের শংসাপত্র পাঁচ বছরের জন্য নিজের কাছে জমা রাখলেন দেগঙ্গার ব্লক তৃণমূল সভাপতি। দেগঙ্গার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি আনিসুর রহমান বলেছেন, 'যখন তৃণমূল প্রতীক নিয়ে জিতেছে, তখন সে ব্যক্তি নয়, নিজে একটা তৃণমূল কংগ্রেস। অলরেডি চাকলাতে ২৩ টি সিটের সমস্ত এখানে সার্টিফিকেট তাঁরা এখানে জমা করেছেন। এখানে চাকলা অঞ্চলের নেতৃত্বতে ধন্যবাদ জানানই। দলের প্রতি আস্থা রেখে আপনারা পথ এগোচ্ছেন, দলের নির্দেশ মেনে এগিয়ে চলেছেন।' আর যে ভাইরাল ভিডিও নিয়ে শুরু হয়েছে তরজা।


প্রশ্ন উঠছে, দল বদল আটকাতেই কি শাসকদলের নতুন দাওয়াই ? পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরেও কি ভাঙনের ভয় পাচ্ছে তৃণমূল ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একাংশে। ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে শোরগোল। বুধবার দেগঙ্গায় তারই ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করেন ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমান। স্থানীয় সূত্রে খবর, সেখানেই ৫ বছরের জন্য দলের জয়ী প্রার্থীদর সার্টিফিকেট জমা রাখার দাওয়াই দেন তিনি। ভাইরাল হয় সেই ভিডিও। যে প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী ওমর ফারুক বলেছেন, 'দল যে সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত ভাল পদক্ষেপ। আগামী পাঁচ বছর এইভাবে চললে মেম্বারদের মধ্যে স্বচ্ছতার সঙ্গে কাজ করার প্রবণতা বাড়বে। আমরা সবাই সার্টিফিকেট জমা দিয়েছি।'


ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেছেন, 'তৃণমূল ভয় পেয়েছে। নিজেদের নির্বাচিত সদস্যদের প্রতি আস্থা নেই বিশ্বাস নেই তারা যে কোনও মুহূর্তে দলবদল করতে পারে। এই সার্টিফিকেট জমার রাখাটা অগণতান্ত্রিক। জনগণ যে তাদের সাথে নেই পঞ্চায়েত ভোটে তার প্রমাণ হয়ে গেছে যদি পঞ্চায়েত ভোটে তৃণমূল বোমা গুলি বন্দুক না দেখাতো তাহলে অর্ধেক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হত।' তৃণমূল কংগ্রেসের দেগঙ্গা ব্লক সভাপতি আনিসুর রহমান বলেছেন, 'দল বদলের ভয় আমাদের নেই। দলবদল করবে বিরোধীরা, তারা দলবদল করে তৃণমূলে আসার জন্য লম্বা লাইন দিয়ে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সে দরজা বন্ধ করে রেখেছি। এই সার্টিফিকেট দলের কাছে থাকবে আগামী পাঁচ বছর দল তাদেরকে কন্ট্রোল করবে। বিরোধীরা কোন প্রশ্ন না তুলতে পারে সবাই সংযত হয়ে মানুষের জন্য কাজ করবে। তৃণমূলের জয় লাভ করে সার্টিফিকেট নিয়ে কেউ নিজেকে কেউ কে এটা ভাববেন না সেই কারণেই সিদ্ধান্ত।'


চলতি বছরের ৭ এপ্রিল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার, ২৪ ঘণ্টার মধ্যেই, ৩ আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে ফেরানো হয় পুরনো দলে! সেই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পঞ্চায়েতের ফল প্রকাশের পর ভাইরাল একটি ভিডিও ঘিরে শোরগোল শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে। ভিডিওতে দেখা গেছে, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদামবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের তৃণমূল না ছাড়ার শপথবাক্য পাঠ করানো হচ্ছে। 


এই প্রেক্ষিতেই সামনে এল দেগঙ্গার ভাইরাল ভিডিও। যাদের বিরুদ্ধে ঘর ভাঙানোর অভিযোগে প্রায়ই সরব হয় বিরোধীরা, সেই তৃণমূল কংগ্রেসই কি ভাঙনের আতঙ্কে ভুগছে ? জোড়া ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে জল্পনা। 


আরও পড়ুন- তুঙ্গে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি, জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial