সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্কুল ভবন তৈরির কাটমানি (Cut Money) না পেয়ে প্রাথমিক স্কুলের (Primary School) প্রধান শিক্ষককে (Head Master) বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর (TMC Worker) বিরুদ্ধে। আতঙ্কে ওই প্রধান শিক্ষক স্কুলে যেতে পারছেন না। ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) বাগদায়। অভিযুক্ত তৃণমূল কর্মী ঘটনার পর থেকেই পলাতক।


কাটমানি না মেলায় মারধরের অভিযোগ


স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য তোলপাড়। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মধ্যে কাটমানি না পেয়ে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আতঙ্কে আর স্কুল আসছেন না প্রধান শিক্ষক।  


এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। স্থানীয় পাটকেলপোতা প্রাথমিক স্কুলে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। প্রধান শিক্ষক সুকুমার সর্দারের অভিযোগ, সোমবার বাড়ি ফরার সময় তাঁকে আটকান স্থানীয় তৃণমূল কর্মী আশরাফুল মণ্ডল। স্কুল ভবনের জন্য প্রধান শিক্ষকের কাছে কাটমানি চান আশরাফুল। প্রধান শিক্ষক তা দিতে অস্বীকার করলে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। 


প্রধান শিক্ষককে অন্যান্য শিক্ষক ও তাঁর পরিবারের সদস্য বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি বাড়িতেই চিকিত্‍সাধীন। আক্রান্ত প্রধান শিক্ষকের অভিযোগ, 'আমি বাড়ি ফিরছিলাম। কাটমানি চেয়ে আমাকে ধরে। আমি দিতে অস্বীকার করলে বেধড়ক মারধর করা হয়। আমি প্রাণের ভয়ে আর স্কুলে যাচ্ছি না।'


আরও পড়ুন: Kunal on Cash Recovery: 'যথেষ্ট উদ্বেগজনক ছবি, এটা কাম্য ছিল না', টাকা উদ্ধার নিয়ে বললেন কুণাল


অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা ও আষারু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, শিক্ষককে মারধরের ঘটনা দল কোনওভাবেই মেনে নেবে না। তৃণমূল নেতা ও উপপ্রধান তুষারকান্তি বিশ্বাস বলেন, 'প্রধান শিক্ষক পঞ্চায়েতে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন যে তাঁকে মারধর করা হয়েছে। শিক্ষককে মারধরের ঘটনা দল কোনওভাবেই মেনে নেবে না। পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে বব্যস্থা নেবে।'


বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, 'তৃণমূল সব জায়গাতেই কাটমানি চেয়ে এই সব করে বেড়ায়!' আক্রান্ত প্রধান শিক্ষক জেলা স্কুল পরিদর্শকের পাশাপাশি বাগদা থানাতেও অভিযোগ জানিয়েছেন। তদন্তে স্কুলেও গেছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আশরাফুল মণ্ডল পলাতক।