সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিজেপি নেতা অর্জুন সিংহকে (BJP Leader Arjun Sinha) ফের তলব। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব ব্যারাকপুর কমিশনারেটের। প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়ির বিতর্কিত জমি নিয়ে ভাটপাড়া পুরসভার দায়ের করা মামলায় তলব। আগামীকাল বেলা ১২টায় ব্যারাকপুর DD অফিসে তলব কমিশনারেটের গোয়েন্দা বিভাগের। (Municipality Tender Corruption) পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে অর্জুনপুত্র পবন সিংহকে আগামীকালই তলব CID-র।


দুই পৃথক মামলায় ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং ও তার ছেলে পবন সিংকে একই দিনে তলব। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অন্যদিকে, ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে পবন সিংকে তলব করেছে সিআইডি। 


একই দিনে বাবা-ছেলেকে তলব। বাবাকে তলব করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।আর ছেলেকে তলব করল সিআইডি। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা অর্জুন সিংকে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। বুধবার দুপুর ২টো নাগাদ তলব করা হয়েছে তাঁকে।


ব্যারাকপুর বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ বলেন, নতুন ভাইরাস বের হচ্ছে। এই ভাইরাসের মধ্য়ে, এই যে সব অ্যালার্ট জারি হচ্ছে, এরা এইসব ডাকতে পারে কি না পারে, এটাও একটা আইনের ব্যাপার আছে। জানতে হবে। HMVP. এই ব্যাপারটাও আমাকে জানতে হবে, যে এই সময় এরা ডাকতে পারে কি না পারে, এই একটা বড় প্রশ্ন আছে। আমরা যখন কোর্টে যাব, এই প্রশ্নটা করব। 
 
বিজেপি নেতা  প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, পুরসভার জমি থাকলে আমার ওপরে মামলা করত। অর্জুন সিংহকে কেন ডেকেছে? অর্জুন সিংজির ম্যাটারটা কোথা থেকে আসে? অর্জুন সিংহকে নোটিস করার মানে হচ্ছে অর্জুন সিংহ আর প্রিয়াঙ্গু পাণ্ডেকে যেকোনওভাবে হ্যারাস করা যায়। ২০১৮ সালে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার তরফে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগে মামলাটি দায়ের করে ভাটপাড়া পুরসভা। সেই মামলার তদন্ত করতে,২১ ডিসেম্বর প্রিয়াঙ্গুর বাড়িতে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। যা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক। 


জগদ্দল  তৃণমূল কংগ্রেসের বিধায়ক  সোমনাথ শ্যাম বলেন , 'বিদায়ী সাংসদ চেয়ারম্যান থাকাকালীন, একটা যৌথ এগ্রিমেন্ট হয়েছিল ভাটপাড়া পুরসভা এবং মাধুরি কনস্ট্রাকশন। যার প্রপ্রিয়েটর প্রিয়াঙ্গু পাণ্ডে। ২১০০০ স্কোয়ার ফিট বিল্ডিং বানানোর জন্য। সেই বিল্ডিংয়ের ২১০০০ স্কোয়ার ফিটের মধ্য়ে ২১০০ স্কোয়ারফিট ভাটপাড়া পুরসভা পাওয়ার কথা।  ২১০০০ স্কোয়ারফিটের যে এগ্রিমেন্ট ছিল, সেই এগ্রিমেন্টকে ভায়োলেট করে সেখানে ৩৫০০০ স্কোয়ারফিটের নির্মাণ হয়েছে। '
 
বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন,' আজকের দিনে এনআইএ তদন্তটা এগিয়ে গেছে। এনআইএ তদন্তে অনেক তাড়াতাড়ি জগদ্দলের এমএলএ সোমনাথ শ্যাম জেলে যাবে। তাই জন্য সব হ্যারাস করার প্ল্যান করছে। 'অন্যদিকে, ২০২০ সালে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে, বুধবার অর্জুন সিংয়ের ছেলে ও ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংকে তলব করেছে  সিআইডি। 


আরও পড়ুন, করোনার সঙ্গে বেশ কিছু মিল ! কী করে বুঝবেন HMP ভাইরাসে আক্রান্ত ? 'পার্থক্য' বোঝালেন চিকিৎসক


ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহ বলেন,  কালকে আমি নোটিস পেয়েছি রাত সাড়ে বারোটার সময় আমাকে নোটিস দেওয়ার জন্য এসেছে। আগে ডিডি করেছে। তারপরে সিআইডি এই কেসটা নিয়ে নিয়েছে। কিছুদিন আগে এমপি সাহেব, আমার বাবাকে ডেকেছে। এরপরে আমাকেও ডাকবে। কারণ ইলেকশন সামনে আসছে তো, এরকম হ্যারাসমেন্ট হবেই। বুধবার কি বাবা-ছেলে দুজনেই হাজিরা দেবেন? নাকি এড়িয়ে যাবেন?