সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের এক বিজেপির পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূলে। পঞ্চায়েত হাতছাড়া হল গেরুয়া শিবিরের। উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ফুলসারা গ্রাম পঞ্চায়েতে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৪টি আসনের মধ্যে ১১ টি আসন পায় তৃণমূল কংগ্রেস , ১ নির্দল এবং ১২ টি পায় বিজেপি । পরবর্তীতে একজন নির্দল সদস্য যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। ফলে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য সংখ্যা দাঁড়ায় ১২  ও বিজেপির ১২। টসে জিতে পঞ্চায়েতে প্রধান হয় বিজেপির টুসি রায় সেন। এবং উপপ্রধান হয় তৃণমূল কংগ্রেসের রজত মিত্র।


গাইঘাটার পঞ্চায়েত হাতছাড়া BJP-র


বুধবার বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয় ফুলসরা গ্রাম পঞ্চায়েত পাঁচপোতা ঢাকাপাড়া ১২৮ নাম্বার পার্টের পঞ্চায়েত সদস্য হরষিত বিশ্বাস । ফলে সংখ্যাতত্ত্বের বিচারে  ফুলসড়া পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়েছে বিজেপি (13 TMC 11 BJP)।


'বিজেপির পঞ্চায়েত সদস্য হয়ে কাজ করতে পারছিলাম না, মুখ্যমন্ত্রীকে ফোন করতে হচ্ছিল'


বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে হরষিত বিশ্বাস জানিয়েছেন, 'বিজেপির পঞ্চায়েত সদস্য হয়ে কাজ করতে পারছিলাম না । রাস্তা করার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করতে হচ্ছিল। কাজ করার জন্য আমি তৃণমূল কংগ্রেসের যোগ দিলাম। বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছে, ফুলসরা গ্রাম পঞ্চায়েত আমরা দখল করলাম। আগামীতে বিজেপির দক্ষলে থাকা আরও তিনটি পঞ্চায়েতের সদস্যরা তৃণমূল কংগ্রেসের যোগদান করবে । আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বে নির্দেশ পেলেই যোগদান করব।'


আরও পড়ুন, ভোটে ভরাডুবির ধাক্কায় কট্টর হিন্দুত্বের পথে শুভেন্দু


বিজেপির পঞ্চায়েত সদস্যকে অর্থের বিনিময়ে কিনেছে : বিশ্বজিৎ ঘোষ


বিজেপির বনগাঁ দক্ষিণ মন্ডল ২ এর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন,' বিজেপির পঞ্চায়েত সদস্যকে অর্থের বিনিময়ে কিনেছে বলে দাবি করলেন । এবং তিনি হরষিত বিশ্বাসকে আক্রমণ করে বলেন,' উনি একজন মাস্টার মানুষ আমি জানতাম ভাল কিন্তু উনার এত অর্থের লোক জানা ছিল না।  উন্নয়নের জন্য যথেষ্ট টাকা আনা হয়েছিল পঞ্চায়েতের জন্য । এই যোগদানের ফলে উন্নয়ন থমকে যাবে ।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।