রঞ্জিত সাউ, উত্তর ২৪ পরগনা: বিদেশির (Foreigner) দেহ (Body Recovery) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নিউটাউনে। ঘটনাস্থলে পৌঁছেছে টেকনো সিটি থানার পুলিশ। মৃতের নাম পিটার লুকাসজিক বলে জানিয়েছে পুলিশ। তিনি আদতে সুইডেনের (Sweden) বাসিন্দা।


কী ঘটেছিল?
গত ১৩মে নিউটাউন ডিডি ব্লকের ১৯৫ নম্বরে গেস্ট হাউসে উঠেছিলেন সুইডেনের পিটার লুকাসজিক। গেস্ট হাউস সূত্রে খবর, আজ সকালেই তাঁর 'চেক আউট' করার কথা ছিল। কিন্তু গেস্ট হাউসের ম্যানেজার ফোন করে সাড়া না পাওয়ায় টেকনো সিটি থানায় খবর দেন। পুলিশ এসে গেস্ট হাউসের ১০৩ নম্বর রুমের দরজা ভেঙে দেখতে পায়, পিটারের দেহ খাটের উপর পড়ে রয়েছে। দেহের পাশে একটি নোট পাওয়া গিয়েছে। সম্ভবত সেটি সুইস ভাষায় লেখা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সেটি সুইসাইট নোট হতে পারে। তবে ভাষাগত জটিলতার কারণে এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। পুলিশ সূত্রের খবর, দেহের পাশে বেশ কিছু ওষুধ পড়ে ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। এভাবে এক বিদেশি অতিথির রহস্যজনক মৃত্যু ঘিরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগে, গত নভেম্বরে, সল্টলেকের গেস্টহাউসে যুবকের রহস্য মৃত্যু ঘিরে হইচই হয়েছিল। সে বার 'বিবস্ত্র' প্রেমিকার পাশে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় যুবকের নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ২মাস ধরে ভুয়ো নামে একই গেস্ট হাউসে থাকছিলেন ওই যুগল। 


গেস্টহাউসে রহস্যমৃত্যু ...
পুলিশ সূত্রে খবর, বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত একটি গেস্ট হাউস থেকে পুলিশের কাছে ফোন আসে যে তাদের একটি রুমের মধ্যে থেকে প্রচণ্ড চিৎকার হচ্ছে। যার জন্যে অন্য গেস্টদের সমস্যায় পড়তে  হচ্ছে। এবং যুবতীর গাড়ির চালকের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে গেস্ট হাউজে 'প্রচণ্ড চিৎকার'-র অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ গিয়ে দরজায় ধাক্কা দিতেই ভিতর থেকে দরজা খুলে দেন যুবতী। সেসময় তিনি 'বিবস্ত্র' অবস্থায় ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।  পুলিশ ঘরে প্রবেশ করে দেখতে পায়, ওই যুবক গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থা নিথর পড়ে রয়েছে। তড়িঘড়ি যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে পুলিশ সূত্রে খবর, ওই যুবতীর শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন:গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা