সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: উত্তর ২৪ পরগনায় (North 24 Paraganas) পানিহাটিতে (Panihati) দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। বিটি রোডে (BT Road) তোলা আদায় করতে এসে বোমাবাজির ঘটনা ঘটল। দুষ্কৃতীদের ধাওয়া করায় পুলিশকে (Police) লক্ষ্য করেও ছোড়া হয় বোমা (bombing)।
পানিহাটিতে দুষ্কৃতী দৌরাত্ম্য, পুুলিশকে লক্ষ্য করে বোমা
উত্তর ২৪ পরগণার পানিহাটিতে তোলা আদায় করতে এসে বোমাবাজি। ধাওয়া করায় পুলিশকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করেও বোমা ছোড়ার অভিযোগ উঠল। এবং এই সমস্ত অভিযোগের তির জেল-ফেরত দুষ্কৃতীর বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত চোর বিশু-সহ ৪ জন। ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ।
অভিযোগ, গতকাল দলবল নিয়ে পানিহাটির স্বদেশি মোড়ে একটি কারখানায় এসে তোলা চায় বিশু নামে ওই দুষ্কৃতী। বোমাও ছোড়ে। খবর পেয়ে তাড়া করে পুলিশ। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করেও বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পুলিশের গাড়িকে ধাক্কাও মারে। রাতে বেলঘরিয়া-নিমতা এলাকা থেকে মূল অভিযুক্ত সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি জেল থেকে ছাড়া পায় বিশু নামে ওই দুষ্কৃতী।
তোলাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ২৪ পরগণা
তোলাবাজিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ব্যারাকপুর কমিশনারেট এলাকা। এবার ঘটনাস্থল পানিহাটির অ্যাঞ্জেলসনগর। সেখানের গতরাতে এক কারখানা মালিকের কাছে তোলা চাইতে যায় জেল থেকে সদ্য ছাড়া পাওয়া কুখ্যাত দুষ্কৃতী চোর বিশু। পুলিশ এসে পৌঁছলে তাঁদের লক্ষ্য করেও বোমা ছোড়ে বলে খবর পুলিশ সূত্রেই। এরপর তাদের ধাওয়া করলে বিটি রোডের ধানকল মোড়ের কাছে তৃণমূলের কার্যালয়ের কাছে এসে বোমা ছোড়া হয় বলেও জানা যাচ্ছে। বোমায় উড়ে যায় পার্টি অফিসের সামনের রাখা একটি বেঞ্চ। ক্ষতিগ্রস্ত পার্টি অফিসের ভিতরের জিনিসপত্রও। স্থানীয় কাউন্সিলর তার কিছু আগেই পার্টি অফিস ছেড়ে বেরোন। দুষ্কৃতীরা এরপর বিটি রোড ধরে পালিয়ে যায়। এরপর তাদের ধাওয়া করলে পুলিশের গাড়িতে ধাক্কাও মারে তারা।