সমীরণ পাল, ভাটপাড়া: ধূমপান করাতে চেয়ে ভাটপাড়ায় (Bhatpara) পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ইমারতি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ। সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে গুলি চলে। অভিযোগ, ২-৩ জন এসে গুলি চালায়। ইমারতি ব্যবসায়ী সালামউদ্দিন আনসারির মাথায় গুলি লাগে। কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এলাকায় আতঙ্ক। ব্যক্তিগত আক্রোশ নাকি, ব্যবসায়িক শত্রুতা, কী কারণে খুন খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।


 





কী কারণে হামলা? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই ব্যক্তি তাঁর বাড়ির সামনে বসেছিলেন। ৩-৪ জন দুষ্কৃতী র সঙ্গে তাঁর বচসা হয়। সেই সময় আচমকা তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে খবর। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা। কী কারণে হামলা? তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, প্রথমে সিগারেট খাওয়ানো হয়। তারপর গুলি করা হয়। এদিন ঘটনা সামনে আসতেই ভাটপাড়া থানার পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা সেখানে যান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


আরও পড়ুন: Kolkata Saltlake News : একের পর এক বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু, সল্টলেকের বিভিন্ন জায়গায় পড়ে খোলা তার, বক্স