সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ইডির উপরে (Attack On ED) হামলার তদন্তে এবার বনগাঁয় পৌঁছল সিবিআই (CBI Investigation)। রেশন দুর্নীতির তদন্তে শঙ্কর আঢ্যকে গ্রেফতারির সময়ও হামলা চলেছিল বলে খবর। সেই হামলার তদন্তে বনগাঁয় গেল সিবিআই। প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তেই বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয়। 


বিশদ...
বৃহস্পতিবারই শেখ শাহজাহানের ডেরাতেও হানা দেয় সিবিআই। সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি, মার্কেটে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কোথায় কোথায় ইডিকে মারের অভিযোগ রয়েছে? তথ্য পেতে এদিন সন্দেশখালিতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। অভিযোগ, গত ৫ জানুয়ারি, শঙ্কর আঢ্যর বাড়ি থেকে ইডি আধিকারিকরা যখন তাঁকে বের করছেন, তখন আঢ্যর অনুগামীরা তাঁকে আধিকারিকদের হাত থেকে কার্যত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।  সিআরপিএফের জওয়ানরা বার বার তাঁদের নিরস্ত করার চেষ্টা করলেও অভিযোগ আঢ্য-অনুগামীরা তাঁদের উপর চড়াও হয়। তার ঠিক পর দিন, বনগাঁ থানায় ইডি-র তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রসঙ্গত, ন্যাজাট থানার দুটি মামলা ও বনগাঁ থানায় একটি মামলা একই দিনে হস্তান্তর হয়েছিল সিবিআইয়ের হাতে। আর আজই ওই মামলাগুলির নিরিখে তদন্ত শুরু করে সিবিআই আধিকারিকরা পৌঁছলেন শেখ শাহজাহানের বাড়ি, মার্কেট এবং শঙ্কর আঢ্য়র বাড়িতে। বিকেল সাড়ে চারটে নাগাদ তাঁরা নিজাম প্যালেস থেকে বের হন। চলে আসেন বনগাঁয়। সিবিআই আধিকারিকদের সঙ্গে স্থানীয় পুলিশ আধিকারিকরাও রয়েছেন। 

শেখ শাহজাহানের ডেরায়
বৃহস্পতিবারই  শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যায়ন সিবিআই আধিকারিকরা। হেফাজতে পাওয়ার পরেই মাস্টারমাইন্ডের ডেরায় পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা। সিআইডির কাছ থেকে হেফাজতে পেয়েই তদন্তে তৎপর সিবিআই। দিনদুয়েক আগে, অর্থাৎ গত ৫ মার্চ ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় সিট খারিজ করে ন্যাজাট এবং বনগাঁ থানায় দায়ের মোট তিনটি এফআইআরের তদন্তভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্দেশ জানানো হয়, শেখ শাহজাহানকেও সিবিআই-এর হাতে হস্তান্তর করতে হবে। সে দিনই বিকেল ৪.৩০টের মধ্য়ে শেখ শাহজাহান ও নথি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁকে হেফাজতে পাওয়া মাত্রই সন্দেশখালিতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি, বসিরহাট থানায় গিয়ে পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার নথিও সংগ্রহ করেছে সিবিআই।


আরও পড়ুন:কোনও পদক্ষেপ নয়, কথা বলতেও নিতে হবে অনুমতি, অধীরকে রক্ষাকবচ হাইকোর্টের