সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এদিন নিমতার একটি ক্লাবে তৃণমূল সাংসদ সৌগত রায়কে ফোঁটা দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন প্রায় তিরিশ জনকে ফোঁটা দেন রাজ্যের মন্ত্রী। উত্তর দমদম পুরসভার কাউন্সিলর, পুরপ্রধানদের নিয়ে এই আয়োজন করা হয়। তাঁদের সকলকে এদিন ভাইফোঁটা দেন চন্দ্রিমা। 


সারা বছরই রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর মধ্যেই আজকের বিশেষ দিনে কারও বোন, কারও দিদির দায়িত্ব পালন করছেন। সে প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী বলেন, "দিদি/বোনের ভূমিকা সবসময় একই হয়। তাই ভূমিকা একই আছে। আজকের দিনে সব ভাইদের, যারা আমাদের সমর্থন করেন বা না করে থাকেন  দীর্ঘজীবন কামনা করছি। তাঁরা আমাদের গালাগাল দিতে পারেন, কিন্তু আমরা দিই না। সকলের মঙ্গল করছি। তাছাড়া আমি সবসময়ই একটু মাস্টারনি, মাস্টারনি ভূমিকায় থাকি। সুতরাং দিদির মতোই আছি। এরা সবাই আমার কথার মান্যতা দেন। সৌগতদা অভিভাবক হিসেবে আছেন। তাঁর কথামতো কাজ করার চেষ্টা করি।" 


বিরোধী নেতাদের নিয়ে চন্দ্রিমার বক্তব্য, "সকলের জন্য প্রার্থনা থাকবে। ভাল থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। যেমন ইচ্ছে বিরোধিতা করতে থাকুন। আমরা সেই বিরোধিতা অতিক্রম করে সর্বোচ্চ দিদির নেতৃত্বে বোনেরা-ভাইয়েরা এগিয়ে যাবেন।" 



এই ভাইফোঁটা প্রসঙ্গে সৌগত রায় বলেন, "আজ চন্দ্রিমাদি ভাইফোঁটা পালন করলেন ভাল লাগল সেটা। চন্দ্রিমাদির এই উদ্যোগ আমার বেশ ভাল লাগছে। কারণ আমার নিজের দিদি বা বোন নেই। চন্দ্রিমাদি সেই অভাব পূরণ করলেন। আমরা তো তৃণমূল কংগ্রেস একটা পরিবার। সবাই মিলে তাই ভাইফোঁটার অনুষ্ঠানে মেতে রয়েছি।"