সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অর্জুন গড়ে শুভেন্দুর সভার আগে শ্যামনগরে বিজেপির পোস্টার-অস্বস্তি। ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতিকে অর্জুনের এজেন্ট বলে উল্লেখ। তৃণমূলের চক্রান্ত, দাবি বিজেপি নেতার।
বিজেপিতে ৩ বছর ২ মাসের ইনিংস শেষ করে রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তৃণমূলে যোগ দিয়ে দলের একাধিক সাংগঠনিক বৈঠকে যোগও দিয়েছেন তিনি।
ব্যারাকপুর শিল্পাঞ্চলে এখন কান পাতলেই একটাই প্রশ্ন, অর্জুন সিংয়ের পর এবার বিজেপি ছাড়ছেন কোন নেতা? এই পরিস্থিতিতে দলে ভাঙন রুখতে বুধবার সাংগঠনিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা ও ব্যারাকপুরে বিজেপির দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগে এদিন সকালে উত্তর ২৪ পরগনার শ্যামনগর স্টেশনের কাছে দেখা যায় এই ধরনের ব্যানার।
যেখানে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে অর্জুন সিংয়ের এজেন্ট বলে লেখা হয়েছে। এমনকি তাঁকে বিজেপির জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি তোলা হয়েছে এই ব্যানারে।
একেবারে নীচে লেখা বিজেপি জিন্দাবাদ। কিন্তু কে বা কারা, এই ব্যনার দিয়েছে, তা সম্পর্কে কিছু বলা হয়নি। আর এই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, কারা দিল এই ধরনের ব্যানার? যদিও এর নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি।
ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই এধরনের চক্রান্ত। আর যদি ধরেও নিই যে আমাদের দলের কার্যকর্তারা এই পোস্টার দিয়েছে, তাহলে বলব, একজন সভাপতি হিসেবে আমার তো দলের সাংসদের সঙ্গে সমন্বয় রেখে চলাই কাজ।
মাস চারেক আগে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয় সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর আগে এই পদে ছিলেন রবীন ভট্টাচার্য। কিন্তু তিনি তৃণমূলে যোগ দেন। এবার কি একই পথে হাঁটবেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার বর্তমান সভাপতিও? জল্পনা উস্কে দিল এই ব্যানার।