সমীরণ পাল ও শিবাশিস মৌলিক: পেরিয়ে গেছে প্রায় ২ ঘণ্টা। কিন্তু হাবড়ায় (Habra) রেললাইন লাগোয়া ঝুপড়িতে লেগে যাওয়া বিধ্বংসী আগুন (Fire Update)  এখনও নিয়ন্ত্রণের বাইরে। এর জেরে ব্যাহত হয়েছে একাধিক ট্রেন চলাচল। বনগাঁ-শিয়ালদা শাখায় আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।


রেললাইনের পাশের ঝুপড়িতে আগুন, বন্ধ ট্রেন চলাচল


২ ঘণ্টা পার, হাবড়ায় এখনও নিয়ন্ত্রণের বাইরে বিধ্বংসী আগুন। হাবড়ায় রেললাইনের পাশের ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। আগুনে ভস্মীভূত রেললাইনের পাশের একের পর এক ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। বনগাঁ-শিয়ালদা শাখায় আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।                                                


হাবড়ায় রেললাইন লাগোয়া বস্তিতে বিকেল পাঁচটা নাগাদ আগুন লাগে। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। সঙ্গে হাত লাগিয়েছেন ঝুপড়ির বাসিন্দারাও। প্রায় ১৫ থেকে ২০টি ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়েছে বলে খবর। আগুনের লেলিহান শিখা এতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে যে বনগাঁ-শিয়ালদা শাখার আপ ও ডাউন লাইনে সম্পূর্ণ রূপে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ২ ঘণ্টা ধরেই বন্ধ ট্রেন চলাচল। শহরতলির একাধিক স্টেশনে আটকে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা ধরে বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় ভিড় বাড়ছে যাত্রীদের।                                                                       


আরও পড়ুন: Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ


শিয়ালদা স্টেশনে থমকে বনগাঁ লোকাল। ট্রেনের ভিতরে বাড়ছে ভিড়। কী বলছেন যাত্রীরা? 'এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। কোনও ঘোষণা করা হয়নি।' দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ট্রেন ছেড়ে তা কতদূর যাবে তা নিয়েও উঠছে প্রশ্ন। ৬.৩৮ মিনিটের বনগাঁ লোকালে উঠে এবিপি আনন্দের ক্যামেরার সামনে যাত্রীর প্রশ্ন, 'এই ট্রেন কি আদৌ বনগাঁ পর্যন্ত যাবে? কিছু ঘোষণা করেনি। বোর্ড দেওয়া রয়েছে শুধু, সেই দেখেই উঠলাম ট্রেনে।' অপর এক যাত্রীরও একই অভিযোগ, প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করেও মিলছে না ট্রেন। অথচ কোনও ঘোষণাও করা হচ্ছে না। ফলে বিরক্ত, নাকাল, হয়রান নিত্যযাত্রীরা।