সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের বিডিআর-কে দীপাবলীর শুভেচ্ছা,  ফুল-মিষ্টি উপহার  ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর। এভাবে আলোর উৎসবে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিল ভারতীয় আধাসেনা।


 উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ বিথারী সীমান্তে শুভ দীপাবলীর শুভেচ্ছা বিনিময় হলো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্য।


১১২, নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা বাংলাদেশ বর্ডার গার্ড (বিডিআর)- এর  হাতে শুভ দীপাবলীর শুভেচ্ছা হিসেবে ফুল-মিষ্টি উপহার দিয়ে  একে অপরের আলিঙ্গনে সম্প্রীতি ও সৌহার্দ্য বার্তা দিলেন। সেই ছবি ধরা পড়ল আজ  সকাল বেলা। বিএসএফের পক্ষ থেকে ফুল মিষ্টি গেল জিরো পয়েন্টে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে।


একে অপরের সৌহাদ্য বিনিময় আলিঙ্গনের মধ্য দিয়ে দুই দেশের সীমান্ত রক্ষার কাজে এক অন্য ছবি ধরা পড়ল সীমান্তে। পদ্মা পাড়ে এই ছবি দেখে রীতিমত খুশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। পাশাপাশি সাধারণ মানুষও এই ঘটনায় খুশি। যাঁরা সারা বছরে দেশের সুরক্ষার কাজে দিবারাত্র সীমান্ত পাহারা দিয়ে বেড়াচ্ছেন  তাঁদের মধ্যে এই সৌহার্দ্য সম্প্রীতি বিনিময়ে সীমান্ত সুরক্ষায় এক নতুন বাড়তি উদ্দীপনা পাবেন জ‌ওয়ানরা।


দীপবলি সারা ভারতজুড়ে প্রতি বছরের মতো এবারও চিরাচরিত প্রথা ও ঐতিহ্য মেনে পালিত হয়েছে। শুভ শক্তির বিরুদ্ধে অশুভ শক্তির জয়ের এই উৎসবে আলোকসজ্জায় মাতোয়ারা হয়েছে দেশ। এমন একটি উৎসবে প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করল বিএসএফ। পারস্পরিক সম্পর্কের সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা এর মাধ্যমে তুলে ধরা হল।


উল্লেখ্য, পঞ্জাবের ওয়াঘা আটারি সীমান্তেও  পাক রেঞ্জার্সের সঙ্গে দীপাবলিতে শুভেচ্ছা বিনিময় করেছে বিএসএফ। আধিকারিকরা জানিয়েছেন, এ ধরনের উৎসবে দুই পক্ষের মধ্যে এভাবে মিষ্টি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


ত্রিপুরার আখুয়ারা পোস্টেও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় হয়েছে দীপাবলি উপলক্ষ্যে।