সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: সাতসকালে বিপত্তি। পণ্যবোঝাই লরির (lorry) ইঞ্জিন (engine) বিকল হয়ে যাওয়ায় বিপত্তির সৃষ্টি।


সাতসকালে রেলগেট পার হওয়ার সময় বিপত্তি


শিয়ালদা-বনগাঁ (Sealdah-Bongaon) শাখায় হাবড়া ও অশোকনগর রোড স্টেশনের মধ্যে রেলগেট পার হওয়ার সময় পণ্যবোঝাই লরির ইঞ্জিন বিকল হওয়ায় বিপত্তি। জিআরপি সূত্রে খবর, সকাল ৬টা ২০ মিনিটে বারাসাত থেকে হাবড়াগামী বালি বোঝাই লরির ইঞ্জিন বিকল হয়ে সেটি রেললাইনের ওপর দাঁড়িয়ে পড়ে। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল প্রায় একঘণ্টা বন্ধ থাকে। পাশাপাশি, যশোর রোডে দেখা দেয় তীব্র যানজট। পরে পরিষেবা শুরু হলেও ধীর গতিতে ট্রেন চলাচল করায় সকালের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। 


১৪ দিন ধাক্কা ট্রেন চলাচলে


ব্য়ান্ডেল (Bandel) জংশন থেকে মগরা স্টেশন পর্যন্ত থার্ড লাইনের (Third Line) কাজ চলবে। সেই কারণে ১৩ মে থেকে ২৬ মে পর্যন্ত বাতিল হচ্ছে বেশ কিছু ট্রেন। পূর্ব রেলের (Eastern Railway) তরফে জারি করা হয়েছে বিবৃতি। দিনে চার ঘণ্টা ধরে বন্ধ থাকবে ট্রেন চলাচল। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন। এই কারণে একাধিক লোকাল ট্রেন (Local Train), ডেমু, মেমু বাতিল করা হচ্ছে। 


কী কাজ
ব্যান্ডেল ও মগরা স্টেশনের মাঝে থার্ড লাইনের কাজ চলবে। হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-শক্তিগড় ডবল লাইনের (Double Line) মধ্যে পড়ে এটি। এই কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে এবং ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। 


কখন বন্ধ
১৩মে থেকে ২৬মে পর্যন্ত সকাল ১১টা থেকে দুপুর ২টো বা দুপুর তিনটে পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। 


আরও পড়ুন: North Dinajpur News: থানার অদূরে বাইক থামিয়ে গুলি দুষ্কৃতীদের, দিনেদুপুরে খুন ব্যবসায়ী


কী কী ট্রেন বন্ধ
৬৮টি লোকাল ইএমইউ (EMU Local), ১২টি মেল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে এই ১৪ দিন।


বদল সময় এবং রুটে
৩টি মেল ট্রেন, ২ টি মেমু (MEMU)-এর রুট বদলানো হচ্ছে। ২টি ইএমইউ (EMU) রিশিডিউল করা হয়েছে।