সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: মদ খাওয়া নিয়ে গন্ডগোল। ব্যারাকপুরের (Barrackpore) ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে বোমাও (Bombing) নাকি ছোড়া হয়। আক্রান্ত বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা (local residents)।
ঠিক কী ঘটে এদিন?
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে, বাক্কার মহল এলাকায় গতকাল রাতে ত্রিনয়নী সংঘ ক্লাবে মদ খাওয়া নিয়ে সদস্যদের মধ্যে গন্ডগোল বাধে। অভিযোগ, বচসার সময় বোমাও ছোড়া হয়। তবে সেই বোমাটি ফাটেনি।
রবিবার রাতে ক্লাবে কয়েকজন সদস্য মদ খাচ্ছিলেন। সেই সময়ে ক্লাবেরই এক সদস্য শুভ ঘোসের সঙ্গে অপর এক সদস্যের গন্ডগোল বাধে। অভিযোগ এরপর শুভ ঘোষ গিয়ে তার দাদা নিতাই, এক সঙ্গী রাহুলকে ডেকে আনে। এরপর ক্লাবের কোষাধ্যক্ষ সজল কুমার দত্তকে বাড়ির সামনে মারধর করা হয় বলেও অভিযোগ। সেই সময়ে এলাকার অপর এক যুবক মারামারি আটকাতে গেলে তাকেও মারধর করা হয়। অভিযোগ আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে ফাটিয়ে দেয়া হয় যুবকের মাথা। এমনকী আহত দুজন স্থানীয় ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসা করাতে গেলে, সেখানেও গেটের বাইরে তাদের মারধর করা হয়।
আরও পড়ুন: Malda News: জলাভূমি ভরাটের প্রতিবাদ, দম্পতিকে মারধর করে প্রাণনাশের হুমকির অভিযোগ
ঝামেলা এখানেই থামেনি। এরপর এলাকায় অভিযুক্তেরা বোমাও ছোড়ে। সেটি স্থানীয় দুই মহিলার গায়ে লেগে রাস্তায় পড়ে কিন্তু ফাটেনি। ঘটনার খবর পেয়ে ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা শুভ ঘোষ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। ইতিমধ্যে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। উদ্ধার হয়েছে একটি তাজা বোমা।
উত্তপ্ত পানিহাটি
গতকাল উত্তপ্ত বোমাবাজি ইত্যাদির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগণার পানিহাটি। তোলা চাইতে এসে বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশের গালি লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করেও বোমা ছোড়ার অভিযোগ ওঠে। এবং এই সমস্ত অভিযোগের তির জেল-ফেরত দুষ্কৃতীর বিরুদ্ধে। গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত চোর বিশু-সহ ৪ জনকে।