কলকাতা: একদিকে অধরা শেখ শাহজাহান (Sheikh Shajahan), আরেক দিকে জনরোষের বিস্ফোরণ। এসবের মধ্য়েই, সন্দেশখালি রওনা দিলেন রাজ্য়পাল (Governor CV Ananda Bose)। বললেন, 'শিউরে ওঠার মতো খবর..'।
'শিউরে ওঠার মতো, বিধ্বস্ত করার মতো খবর শুনেই কেরল থেকে ফিরেছি'
সূত্রের খবর, ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে কথাও বলেছেন সি ভি আনন্দ বোস। 'শিউরে ওঠার মতো, বিধ্বস্ত করার মতো খবর শুনেই কেরল থেকে ফিরেছি।সন্দেশখালির পরিস্থিতি খুঁটিয়ে দেখতে যাচ্ছি', বার্তা রাজ্যপালের। পাশাপাশি সন্দেশখালি যাওয়ার পথে, রাজ্যপালের কনভয়ের সামনে ১০০ দিনের কাজের টাকার দাবিতে দফায় দফায় বিক্ষোভ। মিনাখাঁ থেকে মালঞ্চ পর্যন্ত রাস্তার ধারে একাধিক জায়গায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এক জায়গায় দাঁড়িয়েও পড়ে রাজ্যপালের কনভয়। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এদিকে আজই সন্দেশখালি নিয়ে উত্তপ্ত বিধানসভা (Sandeshkhali )। বিধানসভার মাটিতে বসে প্রতিবাদ শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের।
'মিটিং-র নামে রাত ১২টায় ডাকা হত..'
অপরদিকে, সন্দেশখালি (Sandeshkhali ) গেলেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা।রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,'মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠায় কথা বলার জন্য আসা'। এদিন মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন স্থানীয় মহিলারা।রাত বারোটায় ডাক পড়ত মিটিং-এর জন্য। মহিলারা না গেলেই বাড়ির সদস্য়দের কপালে জুটত বেধড়ক মার। তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে অকথ্য অত্য়াচারের ভয়ঙ্কর অভিযোগ করছেন সন্দেশখালির মহিলারা। সন্দেশখালির এক বাসিন্দা অভিযোগ জানিয়ে বলেন, ভাল ভাল বউ,ঝির, কমবয়সি বউ, ঝির সব নম্বর দিতে হবে। যেতে হবে। কমবয়সি বউদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে, কাছে গিয়ে থাকতে হবে।
আরও পড়ুন, 'মিটিং-র নামে রাত ১২টায় ডাকা হত মেয়েদের..', সন্দেশখালিতে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা
'ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত'
'কে ফোন করত?' সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে অপর এক বাসিন্দা বলেন, শিবু হাজরা। শিবু হাজরা নিজে ফোন করবে। ওর শাগরেদগুলোকে দিয়েও মাঝেমাঝে ফোন করাত। কী কাজ রাত ১২টার সময়? রাত ১২টার সময় কীসের কাজ শিবু হাজরার? সন্দেশখালিতে শিবু-উত্তমদের 'রাতের মিটিং'? বিস্ফোরক অভিযোগ সন্দেশখালির মহিলাদের। সন্দেশখালির বাসিন্দাদের স্পষ্ট অভিযোগ, নারীদের উপরে অত্য়াচার করত। মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। অকথ্য অত্য়াচারের ভয়ঙ্কর অভিযোগ।