সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) পেট্রাপোল সীমান্তে টার্মিনাসে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই ট্রাকে (loaded truck) দাউ দাউ করে আগুন (fire) লেগে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি ট্রাক।
ঠিক কী ঘটেছে?
পেট্রাপোল সীমান্তে আইসিপির ট্রাক টার্মিনাসে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে আগুন লেগে যায় আজ ভোর রাত নাগাদ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সীমান্তে। জানা গিয়েছে আগুন লেগে তিনটি ট্রাকের ক্ষয়ক্ষতি হয়েছে। একটি গাড়ির আংশিক ক্ষতি হয়েছে বলেও দাবি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ ভোর রাতে আইসিপির ট্রাক টার্মিনাসে দাঁড়িয়ে থাকা লরি থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখতে পান কয়েকজন। তড়িঘড়ি সেখানে ছুটে যান প্রশাসনের আধিকারিকেরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, 'দাঁড়িয়ে থাকা ব্লিচিং পাউডারের গাড়ি থেকে প্রথমে আগুন লেগে যায়। পরে সেই থেকে পার্শ্ববর্তী আরও দুটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ফলে তিনটি গাড়িই সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রশাসনের তৎপরতা খুবই প্রশংসনীয় ছিল। তা না হলে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত।'
আরও পড়ুন: Malda : ১০০ দিনের কাজে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কাঠগড়ায় মালদার পঞ্চায়েত ; বিক্ষোভ কংগ্রেসের
দিন দুই আগে রাস্তা তৈরির কাজ চলার সময় হঠাৎ বিপত্তি ঘটে হাওড়ায়। পিচ রাখা ড্রামে হঠাৎ আগুন লেগে যায়। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার নটোবর পাল রোডে।
দাউ দাউ করে জ্বলতে থাকে বেশ কয়েকটি পিচ রাখা ড্রামে আগুন। এমন ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর দেওয়া হয় দমকলেও। এরপর ঘটনাস্থলে এসে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও বেশ কিছুক্ষণ রাস্তায় যানচলাচল বন্ধ থাকে।