সমীরণ পাল, বারাসত (উত্তর ২৪ পরগনা): করোনা অতিমারীতে দেশজুড়ে অক্সিজেনের হাহাকার দেখা গেছিল। প্রচুর মানুষ এই অক্সিজেনের অভাবেই মৃত্যুমুখে ঢলে পড়েছেন। তবে হাসপাতালে গিয়ে বারাসতের বাসিন্দারা যাতে কোনও সমস্যায় না পড়েন তারই ব্যবস্থা করলেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।


বারাসত সদর হাসপাতালে মঙ্গলবার অক্সিজেন সিলিন্ডারের শুভ উদ্বোধন হয়ে গেল। সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরেই হল উদ্বোধন। বিগত কয়েক বছর ধরেই বারাসত সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। একাধিক নতুন পরিষেবার সংযোজন করা হয়েছে। এবার নতুন করে অক্সিজেন প্লান্ট তৈরি হওয়ায় রোগী থেকে চিকিৎসক, সকলেই উপকৃত হবেন। 


করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খেতে হয়েছিল রাজ্যের সমস্ত চিকিৎসাকেন্দ্রগুলিকে। সেই অবস্থার ব্যতিক্রম হয়নি বারাসত হাসপাতালেও। এদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা খুব শীঘ্রই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। তখন যাতে অবস্থার অবনতি না হয় এবং পরিস্থিতি সামাল দেওয়া যায় তাই তার আগে এই অক্সিজেন সিলিন্ডার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা। 


বারাসত রোগী কল্যাণ উন্নয়ন সমিতির চেয়ারম্যান ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। মূলত তাঁরই উদ্যোগে এবং সাংসদ তহবিলের অর্থ সাহায্যে বারাসত হাসপাতালে পরিকাঠামোগত একাধিক পরিবর্তন ও সংযোজন করা হয়েছে। অবশেষে অক্সিজেন প্লান্ট তৈরি হওয়ায় বারাসত হাসপাতালের মুকুটে নতুন পালক সংযোজন হয়ে গেল। এখন থেকে রোগী বেডেই পেয়ে যাবেন অক্সিজেন পরিষেবা, ফলে আর অক্সিজেন সিলিন্ডার রিফিলিং করার সমস্যা থাকবে না। মঙ্গলবারের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার,মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায়, হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল, বারাসতের পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায় সহ স্বাস্থ্য আধিকারিক ও বিশিষ্টজনেরা।


আরও পড়ুন: Covid19 Update: আতঙ্কের নাম ডেল্টা প্লাস, রাজ্যে সাত দেশ থেকে যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক