রঞ্জিত সাউ, উত্তর ২৪ পরগনা: নিউটাউন বাসস্ট্যান্ডে (Newtown Bus Stand) বিজেপির পক্ষ থেকে ভারত মাতার পুজো এবং ১২৫ ফুট পতাকা উত্তোলন করার কথা ছিল সেখানে। কিন্তু রাতের অন্ধকারে সেই পতাকার দড়ি চুরি হয়ে হয়ে যায়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাস্থলে আসেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি জানান,' এটা জাতীয় পতাকাকে অসম্মান করা। প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তুই-তোকারি ভাষায় কথা বলছেন।'

  


মূলত আজ বাংলা তথা দেশ জুড়েই চলছে স্বাধীনতা দিবস উদযাপন। তবে তারই মধ্যে চলছঠে কেন্দ্র-রাজ্যের সংঘাত। কারণ ইতিমধ্যেই ইডি-সিবিআই-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। পার্থ-র বিরুদ্ধে বললেও অনুব্রত-র পক্ষ হয়েই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' আর মমতার এই প্রতিক্রিয়ার পরেই, 'আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে' অনুব্রত-র, দাবি আইনজীবীর অনুব্রত-র।  তবে এহেন একের পর এক ইস্যুতে চাপ বেড়েছে ঘাসফুলের অন্দরে, দাবি রাজনৈতিক মহলে। আর এমনই সময়ে মুখ খুললেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।


আরও পড়ুন, 'ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ', বিস্ফোরক সৌমিত্র খাঁ


আজ রেড রোডে কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে কলকাতা পুলিশ।প্রতি জোনের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার। তাঁদের সাহায্য করবেন অ্যাসিস্ট্যান্ট পদ মর্যাদার অফিসার।ভোর থেকেই একহাজারের উপরে পুলিশ কর্মী নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছেন।মোট ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নের্তৃত্ব দেবেন। লালবাজারের তরফে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারদের থাকার কথা রেড রোডে।রেড রোডে নজরদারির জন্য মোট ৬ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে।তিনটি জায়গায় কলকাতা পুলিশের স্পেশাল কম্যান্ড বাহিনী প্রস্তুত রাখছে লালবাজার।কলকাতার সব গুরুত্বপূর্ণ জায়গায়  নজরদারি চালাচ্ছে পুলিশ।শহরের মেট্রো বাজার,দর্শনীয় স্থান, অফিস চত্বর-সহ গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নিরাপত্তা বজায় থাকবে।স্বাধীনতা দিবসের  সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । এদিন তিনি টুইটে লিখেছেন, 'স্বাধীনতার ৭৫ বছর ! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যার দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।'